শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
আপডেট : মার্চ ২১, ২০২৫
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

দেশের বিভিন্ন জেলায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে মুসল্লিরা এই কর্মসূচি পালন করে।

জুমার পর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে করে হেফাজতে ইসলাম। নেতারা বলেন, নতুন বাংলাদেশে কোনো দেশ আধিপত্য বিস্তার করতে চাইলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলামের নেতারা।

একই সময়ে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। একই সময়ে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এনসিপিও। আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে ইসরাইলকে আদালতের মুখোমুখি করতে ড. ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলনকারীরা।

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সিলেটে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন। এ ছাড়া সব ধরনের ইসরাইলি পণ্য বয়কটের দাবি জানান তৌহিদী জনতা।

লক্ষ্মীপুরে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করছে। অথচ বিভিন্ন মানবাধিকার সংস্থা নীরব ভূমিকা পালন করছে।

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা চালিয়ে গণহত্যা করছে। বিশ্বসন্ত্রাসী ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতা মূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। ইসরায়েল নিঃসন্দেহে প্রমাণ করেছে তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না।

তারা আরও বলেন, গাজায় সব ধরনের খাদ্য, পানীয় ও চিকিৎসা উপকরণ শেষ। ফলে আহত মানুষকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাংলাদেশ সরকারের মাধ্যমে গাজাবাসীর কাছে খাদ্য সহায়তা পৌছাতে হবে। এছাড়াও বক্তারা ভারতে মুসলমানদের ওপর বিভিন্ন অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

এদিকে, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ইমাম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শহরের জনতা ব্যাংক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এসময় মুসলমানদের ওপর হামলা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু শিক্ষার্থীরাসহ শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয়।

গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে রাজশাহীতেও। সমাবেশে বক্তারা ইসরায়েলকে মানবতার শত্রু হিসেবে অ্যাখ্যায়িত করেন। বিক্ষোভ মিছিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, ফেনী, পঞ্চগড়সহ বিভিন্ন জেলায়।

এদিকে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্রশিবির।

একই দাবিতে কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সংগঠন। এসময় ইসরাইলের বর্বরতা ও তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা।


এ বিভাগের অন্যান্য সংবাদ