শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল সাবিনাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৪ ডিগ্রি তাপমাত্রায় তীব্র শৈত্যপ্রবাহের আভাস ঢাকার ১৩ পয়েন্টে সুলভ মূল্যের ডিম রোববার থেকে রিমান্ড শেষে কারাগারে মেনন-ইনু-পলক জিরো পয়েন্টে আসার ডাক আ.লীগের, মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ জানালেন মাহমুদুর রহমান ‘ছাত্রলীগের মতো আর কোনো সংগঠন যাতে তৈরি না হয়’ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আরও গুরুত্বের সঙ্গে সামনে আনছে বিএনপি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই: ম্যাথিউ মিলার কঠোর হওয়ার হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প আমেরিকায় আর থাকা যাবে না: ইলন মাস্কের মেয়ে ট্রাম্প–জেলেনস্কি ফোনালাপ, সঙ্গে ছিলেন ইলন মাস্কও হামাস নেতাদের কাতার থেকে বের করে দিতে বলল যুক্তরাষ্ট্র

ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল, তৃতীয় আর্জেন্টিনা

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১০, ২০২২

ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল-আর্জেন্টিনার নাম নিলেই চোখের সামনে ভেসে উঠে শৈল্পিক ফুটবল খেলা। ফুটবল বিশ্বে এখনও ল্যাতিন ফুটবলারদেরই আধিপত্য চলছে। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ফুটবল লিগগুলো ছাড়াও বিভিন্ন লিগে খেলা বিদেশি খেলোয়াড়দের মধ্যে ল্যাতিন খেলোয়াড়দের প্রাধান্যই বেশি দেখা যায়।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরির রিপোর্ট অনুযায়ী খেলোয়াড় রপ্তানিতে শীর্ষে রয়েছে ব্রাজিল। সংস্থাটি ২৫তম এডিশন হিসেবে চলতি মাসের ফুটবলার রপ্তানির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, ১ মে পর্যন্ত ব্রাজিল থেকে বিদেশে বিভিন্ন লিগে খেলা ফুটবলারের সংখ্যা ১২১৯। ৯৭৮ জন ফুটবলার রপ্তানি করে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। দক্ষিণ আমেরিকার আরেক ফুটবল পাগল দেশ আর্জেন্টিনা ৮১৫ ফুটবলার রপ্তানি করে রয়েছে তৃতীয় স্থানে।

তবে বিদেশের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের শতকরা হারে তিনটি দেশের ফেডারেশনের অবস্থানের তারতম্য আছে। ফ্রান্সের শতকরা ৯০ শতাংশ খেলোয়াড় খেলছেন বিদেশের লিগে। আর্জেন্টিনা থেকে ৪৬.১ শতাংশ এবং ব্রাজিল থেকে বিদেশে খেলছেন ৩.৫ শতাংশ ফুটবলার।

ইংল্যান্ড থেকে বিদেশের লিগে খেলছেন ৫২৫ জন ফুটবলার। বিদেশে খেলোয়াড় রপ্তানিতে চারে রয়েছে ইংল্যান্ড। ৪৪১ ফুটবলার রপ্তানি করে পাঁচে জার্মানি, ছয়ে থাকা কলম্বিয়া থেকে বিদেশের লিগে খেলে থাকেন ৪২৫ ফুটবলার। স্পেনের ৪০৯ জন ফুটবলার খেলে থাকেন বিদেশের লিগে, এ তালিকায় দেশটি সাতে।

ব্রাজিলের খেলোয়াড়দের বেশীরভাগেরই মূল গন্তব্য পর্তুগীজ লিগে। রিপোর্টের সূত্রমতে পর্তুগালে রয়েছে ২২১ জন ব্রাজিলিয়ান। ইংল্যান্ডে রয়েছে ফ্রান্সের ১০৭ জন খেলোয়াড়। চিলিতে রয়েছে ১০৬ জন আর্জেন্টাইন। ইংলিশ ফুটবলাররা মূলত ওয়েলস (১৪৭ জন) ও স্কটল্যান্ডে (১১৪ জন) খেলে থাকে। সূত্র : বাসস


এ বিভাগের অন্যান্য সংবাদ