বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

ফের বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২২, ২০২২

২৪ ঘণ্টার ব্যবধানে দেশে ফের বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। তবে, গেল একদিনে করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে কারও মৃত্যু হয়নি।

গেল ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৭৯টি ল্যাবে ৩ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জনে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৮ জনই থাকছে। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নমুনা পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। আর দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া দেশে গেল একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৭ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬৪ জনে। আর শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ৩২ শতাংশ। অন্যদিকে, শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এর আগে, স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের পাঠানো বিজ্ঞপ্তিতে ৩০ দিন পর করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এছাড়া ১৬ জনের নতুন করে করোনায় আক্রান্তের খবরও জানায় অধিদপ্তর। সে অনুযায়ী গতকালের তুলনায় আজ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


এ বিভাগের অন্যান্য সংবাদ