শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৮, ২০২২
ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ

ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চল সফর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার অঞ্চলটিতে এ সফরে যান তিনি। এ সময় তিনি সেখানকার ফ্রন্ট লাইনের সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

নিজের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মাইকোলাইভ অঞ্চল সফরের একটি ভিডিও পোস্ট করেছেন জেলেনস্কি।

ভিডিওতে খাকি টি-শার্ট পরিহিত জেলেনস্কিকে সেনাদের সঙ্গে সেলফি তোলার জন্য পোজ দিতে দেখা যায়। ওই জায়গাটি একটি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বলে প্রতীয়মান হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘আমাদের সাহসী মানুষেরা। তারা প্রত্যেকেই কাজ করছে। আমরা অবশ্যই জিতবো।’

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ