রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : এপ্রিল ১, ২০২৪
বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় বিক্ষোভে নেমেছেন কেয়া নিট কম্পোজিট লিমিটেড করাখানার শ্রমিকেরা।

সোমবার (১ এপ্রিল) ভোর ৬টা থেকে কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ওই কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক রয়েছে।

কেয়া নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের দাবি, গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই, দিচ্ছি বলেও দিচ্ছে না। দীর্ঘদিন ধরে এমন তালবাহানা করে আসছে মালিক কর্তৃপক্ষ। তবে বকেয়া বেতন ছাড়াও ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেওেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শ্রমিকেরা।

কাশিমপুর জোনের শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কারখানার শ্রমিকরা গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পরিশোধ এবং ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে শ্রমিকরা সকাল সাড়ে ৯টা পর্যন্ত কারখানার সামনেই অবস্থান করছে।

কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, সকাল থেকে বেতনের দাবিতে কেয়া নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ