মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আরেক মামলায় খালাস, কারামুক্তিতে আর বাধা নেই বাবরের জকোভিচের দারুণ জয়, আলকারাজও দ্বিতীয় রাউন্ডে মডেল তিন্নি হত্যা: খালাস পেলেন সাবেক এমপি অভি স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জামায়াতের সঙ্গে দ্বন্দ্ব নেই: মির্জা ফখরুল প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: রিজভী ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র মন্ত্রণালয় টিউলিপকে পদত্যাগ করার আহ্বান ইউকে অ্যান্টি-করাপশনের মোদির ডিগ্রি প্রশ্নে তথ্য দিতে নারাজ দিল্লি বিশ্ববিদ্যালয় পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত জুলাই গণঅভ্যুত্থানে ১৪৬ জন শিশু ও নারী শহীদ: উপদেষ্টা শারমীন গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত চূড়ান্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া হাসিনা-জয়ের বিরুদ্ধে প্লট দুর্নীতির পৃথক মামলা চীনজুড়ে চলছে শীতকালীন বরফ উৎসব ট্রাম্পের শপথের পরই ইরানে হামলার গুঞ্জন

বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধারণ করতে হবে: স্পিকার

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৭, ২০২২
বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের ধারণ করতে হবে: স্পিকার

বঙ্গবন্ধুর সামগ্রিক জীবন এক মহান আত্মত্যাগের ইতিহাস। বাংলার মানুষের কল্যাণে নিজের পরিবারের রক্তও বিলীন করে গেছেন তিনি। তার আদর্শকে আমাদের ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।

শনিবার (২৭ আগস্ট) সকালে গোপালগঞ্জ সমিতি, ঢাকার আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন।

ড. শিরিন শারমীন চৌধুরী বলেন, আগষ্ট বাঙালির জীবনে শোকাবহ মাস। ১৫ আগষ্ট, ১৯৭৫ বাঙালির জীবনে কলংকময় অধ্যায় শুরু হয়। বঙ্গবন্ধু এমন এক আদর্শ যার মৃত্যু নেই।

তিনি বলেন, শুধু স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষ পালনই নয়, বরং এই যে ধারা তা আমাদের সকলকে আগামীর প্রজন্মের জন্য ধরে রাখতে হবে। জনগনের সেবার আমাদের কাজ করতে হবে। আগামী প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরে দেশের জন্য কাজ করতে উৎসাহিত করতে হবে।

এ ছাড়াও গোপালগঞ্জ সমিতি, ঢাকা সভাপতি শেখ কবির হোসেন বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে বন্দুকের, যারা ট্রিগার চেপেছিলো তাদের। কিন্তু এই ঘটনার পেছনে যারা ছিলো, তাদের বিচার আজও হয়নি। অপরাধী মৃত ব্যক্তি হলে তার বিচার হবে না কেন? বিচার হোক, হয়তো কার্যকর হবে না, কিন্তু সবকিছু উম্মোচিত হোক।

তিনি আরও বলেন, একজন নাগরিক ও এই পরিবারের একজন সদস্য হিসেবে আমি দাবি করি, মৃত হলেও যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে ছিলো, তাদের বিচার হতে হবে। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পেছনে তৎকালীন সাম্রাজ্যবাদী শক্তির ইন্ধন ছিলো বলে মন্তব্য করেন তিনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ