জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু ।
সোমবার (২৯ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
এসময় ডেপুটি স্পিকারের পরিবারের সদস্য, তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর ডেপুটি স্পিকার বনানী কবরস্থানে গিয়ে ১৫ আগস্টে শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন । সেখানে তিনি জাতীয় তিন নেতা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের কবর জিয়ারত করেন।