মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতীয়রা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে প্রজ্ঞাপন দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়’ ‘জুলাই গণহত্যার কারিগরদের বিচার করতে পারলেই সফলতা আসবে’ ডিসিদের আওয়ামী আমলের মানসিকতা পরিহারের আহ্বান ট্রাইব্যুনালে আ.লীগের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ আসামি সেনা প্রত্যাহারের চুক্তি ভঙ্গ, ইসরাইলকে হিজবুল্লাহর হুমকি দুই মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স ট্রফি: ফেভারিট পাকিস্তান-ভারত দুবাইয়ে ভারতের ক্যাম্প ছাড়লেন মরকেল কিয়েভকে বাদ দিয়ে চুক্তি নয়, ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক ফিলিস্তিনি বসতিতেও অস্থিরতা ছড়াচ্ছে নেতানিয়াহু সরকার নির্বাচনের দাবিতে সোচ্চার হবে ছাত্রদের নতুন দল! ‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ৬১ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : মে ৮, ২০২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নব নিযুক্ত জেলা পরিষদের ৬১ জন প্রশাসক।

রবিবার ( ৮ মে) দুপুরে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহবায়ক ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন এবং সদস্য সচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকরা।

পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু এবং ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদনের পর শপথ বাক্য পাঠ করেন তারা। এই সময় নবনিযুক্ত ৬১ টি জেলা পরিষদের প্রশাসকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের আহবায়ক মো. মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬১ জন জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ যুগোপযোগী সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।


এ বিভাগের অন্যান্য সংবাদ