মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা বিতর্কিত তিন নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৫ বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে-কোথায় ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে এনটিআরসিএর গণবিজ্ঞপ্তি ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের

বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে গবেষণার আহ্বান শিক্ষামন্ত্রীর

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৭, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গবেষণা করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার (৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বইটি লিখেছেন মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনা মানবতার ধারক-বাহক। জাতির পিতার নেতৃত্বে আমরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি। আর তার সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।’

নতুন প্রজন্মের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর চর্চা আরও বাড়াতে হবে। তার আদর্শে ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে। সর্বোপরি, সবাইকে জাতির পিতার আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীকে জানতে হবে।

৭ মে শেখ হাসিনার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কথা স্মৃতিচারণ করে শিক্ষামন্ত্রী বলেন, ওই দিন প্রধানমন্ত্রী যেন দেশে আসতে না পারেন, সেজন্য নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। তাকে রিসিভ করতে দলীয় নেতাকর্মীদের কড়াভাবে নিষেধ করা হয়। এমনকি বিমানকে লিখিতভাবে বলা হয়, শেখ হাসিনাকে যেন বহন না করা হয়।

দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিভিন্নভাবে বিশ্বকে পথ দেখাচ্ছে। তিনি পিতার দেখানো পথ ধরে চলছেন। তার নেতৃত্বে সঠিক পথে আছে বাংলাদেশ। সঠিক গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ।

অনুষ্ঠানে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রহমান, বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু প্রমুখ উপস্থিত ছিলেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ