লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একাধিক মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় গত তিনদিনে ১৯ জেলে নিখোঁজ হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১১ই আগস্ট) কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা গণমাধ্যমকে জানান, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় ৮ই আগস্ট থেকে এ পর্যন্ত ভোলা, কক্সবাজার ও পটুয়াখালীর উপকূলে ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।
এতে ১৯ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোষ্টগার্ড সদস্যরা অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ভারতের ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তাল রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা। আবহওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া হতে পারে।
সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের সব নদনদীর পানি বেেড়ছে। খুলনার শিপসা, পশুর, কপোতাক্ষ, ভদ্রাসহ বিভিন্ন নদ নদীতে জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ার এসব নদীতে নির্মিত বেড়িবাঁধ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।
এদিকে, কোস্টগার্ড জানিয়েছে বৈরি আবহাওয়ায় কবলে পরে কক্সবাজার, পটুয়াখালী ও ভোলায় গত তিনদিনে ছয়টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে নিখোঁজ হয় ১৯ জেলে। তাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।