শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক জাদেজা-অশ্বিনের জুটিতে দিনের শেষটা নিজেদের করে নিলো ভারত চলতি অর্থবছরে ২ বিলিয়ন ডলার দিতে পারে বিশ্বব্যাংক মব জাস্টিসের নামে ‘পিটিয়ে হত্যা’ দুঃখজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয়: মির্জা ফখরুল ‘সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠানো হোক’ ডিসির কাছে জবাবদিহি করতে হবে সেনা কর্মকর্তাদের বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের শ্রীলঙ্কাকে ‘মোবাইল নাম্বার’ উপহার দিয়েছে বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট খোয়াল ব্রাজিল-আর্জেন্টিনা মেসির মায়ামিকে রুখে দিল আটলান্টা তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন, এগিয়ে বামপন্থী নেতা আমাজনের বেশিরভাগ নদীই মরুভূমি হবার পথে

বঙ্গোপসাগর উত্তাল, ৩ দিনে ট্রলার ডুবে ১৯ জেলে নিখোঁজ

পটুয়াখালী সংবাদদাতা
আপডেট : আগস্ট ১১, ২০২২
বঙ্গোপসাগর উত্তাল, ৩ দিনে ট্রলার ডুবে ১৯ জেলে নিখোঁজ

লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একাধিক মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় গত তিনদিনে ১৯ জেলে নিখোঁজ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ই আগস্ট) কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা গণমাধ্যমকে জানান, লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় ৮ই আগস্ট থেকে এ পর্যন্ত ভোলা, কক্সবাজার ও পটুয়াখালীর উপকূলে ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

এতে ১৯ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোষ্টগার্ড সদস্যরা অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ভারতের ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তাল রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা। আবহওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া হতে পারে।

সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের সব নদনদীর পানি বেেড়ছে। খুলনার শিপসা, পশুর, কপোতাক্ষ, ভদ্রাসহ বিভিন্ন নদ নদীতে জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ার এসব নদীতে নির্মিত বেড়িবাঁধ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।

এদিকে, কোস্টগার্ড জানিয়েছে বৈরি আবহাওয়ায় কবলে পরে কক্সবাজার, পটুয়াখালী ও ভোলায় গত তিনদিনে ছয়টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে নিখোঁজ হয় ১৯ জেলে। তাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।


এ বিভাগের অন্যান্য সংবাদ