শুক্রবার ভোরে বনানীর ১১ নম্বর সড়কে ঢোকার মুখে রাস্তার অর্ধেক দখল করে আড়াআড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায় ঝকঝকে গাড়িটি; ফুটপাতের সঙ্গে লেগে মুখ থুবড়ে আছে।
আশপাশের ভবনের নিরাপত্তা কর্মীরা জানালেন, রাত ৩টার দিকে দ্রুত গতিতে আসা গাড়িটি সজোরে এসে রোড ব্যারিকেডগুলো উড়িয়ে দিয়ে ফুটপাতের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। সংঘর্ষে গাড়ির ডান পাশে দুমড়ে-মুচড়ে যায়।
উল্টো পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল বনানী থানা পুলিশের একটি টহল গাড়ি। টহল দলের ইনচার্জ উপ পরিদর্শক হাফিজুল ইসলাম জানালেন, দুর্ঘটনার খবর শুনে এসে তারা ওভাবেই গাড়িটি পড়ে থাকতে দেখেন। চালক, মালিক বা দাবিদার কাউকে সেখানে পাওয়া যায়নি।
আশপাশের ফুটপাতের দোকানের কর্মী কয়েকটি কিশোরের সঙ্গে কথা হল সেখানে। তাদের একজন মারুফ বললেন, গাড়িত একজনই ছিল।
“রাস্তার ওই পারে গাছে ঘষা খায়া ছ্যাচড়াইতে ছ্যাচড়াইতে এই পর্যন্ত আইছে। যেই ব্যাডা গাড়িত আছিল, হ্যাতে পুরাই টাল। গাড়িত্তে নাইমা হাইট্টা হাইট্টা গেল গিয়া। কয় গাড়ি গেলে যাক, একটা গেলে আরেকটা আইব।”
গাড়িটি জার্মানির তৈরি পোরশে ৭১৮ বক্সস্টার কনভার্টিবল। ৩০০ হর্সপাওয়ারের টার্বোচার্জড ইঞ্জিনের এই গাড়ি ৪ দশমিক ৯ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে।
গাড়ি বিষয়ক ওয়েবসাইটগুলোর তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে এই মডেলের নতুন গাড়ির দাম ৬৬ হাজার ডলার, আর ভারতে পাওয়া যায় সোয়া কোটি রুপিতে।
রাজধানীর অভিজাত এলাকায় এরকম দামি গাড়ির কয়েকটি দুর্ঘটনা গত কিছুদিনে আলোচনার জন্ম দিয়েছে। প্রাণহানির ঘটনাও এতে ঘটেছে।
গত মাসে মহাখালীতে একটি পাজেরো এসইউভি উল্টে দুই তরুণ নিহত হয়। গুরুতর আহত হন সাবেক সেনাপ্রধানের ছেলে।
এর কয়েকদিন পর বনানীতে একটি মার্সিডিজের ধাক্কায় অটোরিকশার তিন আরোহী গুরুতর আহত হন। তাদের অভিযোগ ছিল, অন্য গাড়ির সঙ্গে পাল্লা দিতে গিয়ে ওই গাড়িটি তাদের অটোরিকশায় লাগিয়ে দেয়।
এক বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক বিজিবি সদস্যের গুরুতর আহত হওয়ার ঘটনাও এ মাসে আলোচনার জন্ম দেয়।