ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুই রাজ্যের তিন হাজারের বেশি গ্রামের অন্তত ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ই জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি অনেক এলাকায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুই রাজ্যের প্রায় ৩১ হাজার গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে।
বন্যায় ২০ লাখ লোক পানিবন্দী হয়ে পড়েছে। বন্যাকবলিত জেলাগুলোতে এরই মধ্যে দুর্যোগ সতর্কতা জারি করেছে। জরুরি প্রয়োজন বা চিকিৎসার দরকার না হলে লোকজনকে বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্যার কারণে গত দুদিনে আসামে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে মেঘালয় প্রশাসন।
বন্যা ও ভূমিধসের কারণে ভেঙে পড়েছে দুই রাজ্যের যোগাযোগ ব্যবস্থা। বাতিল করা হয়েছে ট্রেনের শিডিউল। কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মেঘালয়ে শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৯৫ সালের পর থেকে জুন মাসে সর্বোচ্চ। এছাড়া আসামেও বৃষ্টিপাত অব্যাহত আছে। আগামী তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।