বন্যার কারণে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৮ জনে। একই সময়ে নতুন করে ৩৪৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত বেড়ে ৩০ হাজার ৭৫৬ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮৮ জন। আর বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১৫ জন। আর মৃত্যু হয়েছে একজনের। আরটিআইয়ে (চোখের রোগ) আক্রান্ত হয়েছেন এক হাজার ৭১৮ জন। তবে এতে কারও মৃত্যু হয়নি। বন্যার সময়ে বজ্রপাতে আক্রান্ত ১৭ ও মৃত্যু হয়েছে ১৮ জনের।
এ ছাড়া সাপে কেটেছে ৩৭ জনকে। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে আক্রান্ত ৮৩ এবং মৃত্যু হয়েছে ১০৭ জনের। চর্মরোগে আক্রান্ত তিন হাজার ৭৩৭ এবং চোখের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছেন ৪৮৭ জন। এদিকে আঘাতপ্রাপ্ত হয়ে আক্রান্ত হয়েছেন ৯৫২ জন।