খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের কয়েকটি জেলায় রেকর্ড বন্যা চলছে। এ বছর আরও কয়েকটি ধাক্কা আসতে পারে। তবে এসব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে সরকার।
মঙ্গলবার (২১ জুন) বিকেলে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ‘সম্প্রীতির অগ্রযাত্রায় নওগাঁ’ র্শীর্ষক এক সভায় যোগদানের পূর্বে এ কথা বলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, সরকারের কাছে বর্তমানে ১৬ লাখ মেট্রিক টন চাল মজুত আছে। তাই খাদ্য ঘাটতির কোনও সম্ভাবনা নেই। প্রয়োজনে বিদেশ থেকে চাল আমদানি করা হবে। সেই ক্ষেত্রে শুন্য শতাংশ ট্যাক্সে চাল আমদানির অনুমোদন দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, সম্প্রতি ভারতে হিন্দু-মুসলমানদের মধ্যে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতেই এ সভার আয়োজন করা হয়।