শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন আয়োজনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা সংস্কার উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ‘আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করেছে’ বিএনপি জামায়াতের আধিপত্য কায়েম চলবে না: নুর এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান : দুদু ‘শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে দুর্গাপূজা’ মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা নিকারাগুয়ার নতুনভাবে প্রস্তুত হচ্ছে হিজবুল্লাহ বার্সেলোনার বিরুদ্ধে আগুয়েরোর মামলা বসনিয়া জয় জার্মানির, হাঙ্গেরিতে আটকে নেদারল্যান্ডস

বরগুনার সেই পুলিশ কর্মকর্তাকে বরিশালে বদলি

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ১৬, ২০২২
বরগুনার সেই পুলিশ কর্মকর্তাকে বরিশালে বদলি

বরগুনায় ছাত্রলীগের ওপর পুলিশের লাঠির্চাজের ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বদলি করা হয়েছে। তাকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যুক্ত করা হয়েছে। এদিকে, স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে উদ্ধত আচরণ ও ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিপেটা করার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বরগুনা জেলা পুলিশ।

জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার দুপুরে বরগুনায় ছাত্রলীগের কর্মসূচিতে দুই গ্রুপের সংঘর্ষের জেরে নেতাকর্মীদের বেধড়ক লাঠিপেটা করার ঘটায় তোলপাড় চলছে।

স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গেও অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পর বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, পুলিশ উদ্দেশ্যমূলকভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের পিটিয়েছে। এঘটনায় অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর বিচার দাবি করেন তিনি।

এদিকে, সোমবার রাতেই অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বদলি করে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যুক্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা ছিলেন বলে অভিযোগ আছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ