শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকার আহবান প্রধান উপদেষ্টার দেশের নাম ও সংবিধান পরিবর্তনের অধিকার সরকারের নেই: জাসদ শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন রোনালদোকে ধরে রাখতে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব আল নাসরের গাজায় অস্ত্রবিরতির কৃতিত্বের দাবি বাইডেনের ক্রিকেট বোর্ডে স্বৈরাচারী প্রভাব, সমাধানের আহ্বান আমিনুল হকের ‘নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়’ দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বাবর এইচএমপি ভাইরাস আক্রান্ত নারীর মৃত্যু কোনো ভোটই রাতে হবে না: ইসি মাছউদ বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় সভায় যোগ দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে’ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যই মূল চ্যালেঞ্জ

বরিশালে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২২, ২০২২
বরিশালে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাস ও ট্রলির সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। উপজেলার কাঠেরপোল এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে আজ সোমবার সকাল সা‌ড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন হলেন ট্রলির চালক এবং বাকেরগঞ্জের বাসিন্দা জহিরুল তালুকদার (২৫), বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩) ও কবিরকাঠী এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫)। রাকিব ও বায়েজিদ ট্রলিচালক জ‌হিরু‌লের সহ‌যোগী ছিলেন। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম জানিয়েছেন, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বাসটি আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপোল এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি ট্রলিকে ধাক্কা দেয়। এ সময় ট্রলিটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

আবুল কাশেম বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে ট্রলির চালক জহিরুল তালুকদারের মরদেহ উদ্ধার করি। তবে, এর আগেই বায়েজিদ ও রাকিব নামের গুরুতর আহত দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।’

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল কবির জানান, ‘বাকেরগঞ্জের দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় যে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল, জরুরি বিভাগে নেওয়ার পর তাঁদের মৃত ঘোষণা করা হয়।’

বা‌কেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মি‌লন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। এ ছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে।’


এ বিভাগের অন্যান্য সংবাদ