শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মারা গেলেন ব্যালন ডি’অর জয়ী ফুটবল কিংবদন্তি রোববার থেকে জেঁকে বসতে পারে শীত নির্বাচন নিয়ে বিপরীত মেরুতে সরকার-রাজনৈতিক দল! পিলখানা হত্যাকাণ্ড মামলার জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ কাল অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতি নষ্ট না করার আহবান পরিবেশ উপদেষ্টার ‘শেখ হাসিনার মতো দুর্নীতিবাজকে আশ্রয় দিয়ে নিশ্চুপ পার্শ্ববর্তী দেশ’ মুক্তিযুদ্ধের সুস্পষ্ট কোনো নির্দেশনা কখনোই শেখ মুজিব দেননি: মান্না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড গাজা-স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন প্রয়োজন: ডব্লিউএইচও শুধু নির্বাচনের জন্য গণ-অভ্যুত্থান হয়নি : নুরুল হক নুর ট্রাম্পকে কড়া জবাব দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী ভাতা পাচ্ছেন ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ‘দুর্বল মেডিকেলগুলোকে সবলের সঙ্গে একীভূতকরণের চিন্তা করা হচ্ছে’ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ নিক পোথাসের পদত্যাগ ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার

বলিউড অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন রাধিকা

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৩০, ২০২২

বেশির ভাগ বলিউড অভিনেত্রীকে ক্যারিয়ারের শুরু দিকের চেয়ে পরবর্তীতে চেহারার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। মুখমণ্ডল, নাগ ও ঠোঁটের সার্জারি করিয়েই নিজেদের দর্শকের সামনে আরও মহনীয় করছেন তারকারা।

তবে এসব বিষয়ে বহু সংবাদ প্রকাশ হলেও কেউই মুখ খুলতে চাননি। এবার বিষয়টি প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে।

সম্প্রতি একটি ছবির শুটিং শেষ করেই মুম্বাই ছেড়ে লন্ডনে যান রাধিকা। সেখানে স্বামীর সঙ্গে বেশ কিছুদিন কাটিয়েছেন। শুধু তাই নয়, প্রাণ ভরে শ্বাস নেন। সেখানকার বাতাস অনেক বেশি শুদ্ধ বলে মনে করেন হিন্দি, বাংলা, মারাঠি, তেলেগু, তামিল এবং মালায়ালাম ভাষার চলচ্চিত্রে অভিনয় করা এই শিল্পী।

একটি সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছেন, মুম্বাইয়ের দমবন্ধ করা পরিবেশ তাকে গিলতে আসে। তার সহকর্মীরা সবাই প্লাস্টিক সার্জারি করে নিজেদের মুখ এবং শরীর বদলাতে ব্যস্ত। সারাক্ষণ যেন কৃত্রিমতার দাস হয়ে রয়েছে ইন্ডাস্ট্রি। এসবের মধ্যে খুব ক্লান্ত বোধ করেন।

আক্ষেপ করে এই অভিনেত্রী বলেন, বয়স বাড়বে এটা খুবই স্বাভাবিক। এজন্য ত্বকের ভাঁজ ঢাকতে একের পর এক অস্ত্রোপচার করে যাব? স্বাভাবিকতা কি এতটাই ঘৃণ্য এখানে? অথচ, কেউ একবার প্রতিবাদও করে ওঠেন না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ওমেন এরা।


এ বিভাগের অন্যান্য সংবাদ