সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’ ‘শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি’ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি দক্ষিণ এশিয়ায় এলপিজির সবচেয়ে বেশি দাম বাংলাদেশে নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম-সৈকত-মানিক সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে যে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ করবে না মালদ্বীপ: মুইজ্জু বার্সেলোনার দুর্দান্ত জয় ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সাবেক এনবিআর চেয়ারম্যান ও মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেপ্তার

বল হাতে সাকিব স্পর্শ করলেন অনন্য মাইলফলক

স্পোর্টস ডেস্ক
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২৪
বল হাতে সাকিব স্পর্শ করলেন অনন্য মাইলফলক

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর দেশে না ফিরে ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি খেলতে যান সাকিব আল হাসান। সারের হয়ে একটি ম্যাচ খেলতে গিয়েই বল হাতে দূতি ছড়িয়েছেন সাকিব। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছে ৪টি উইকেট। সেই সঙ্গে প্রথমশ্রেণির ক্রিকেটে স্পর্শ করেছেন ৩৫০ উইকেটের মাইলফলক।

দীর্ঘ ১৩ বছর পর কাউন্টি খেলতে যান সাকিব। সারের হয়ে মাঠে নেমেই বল হাতে দারুণ পারফর্ম করেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও সমানসংখ্যক উইকেট তুলে নিয়েছেন টাইগার এই অলরাউন্ডার। আর তাতেই একটা মাইলফলক স্পর্শ করেন এই বাংলাদেশি। ১০৬তম ম্যাচে এসে প্রথম শ্রেণির ক্রিকেটে সাড়ে তিনশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব।

সারে বনাম সমারসেটের ম্যাচে তৃতীয় দিন শেষে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানে এগিয়ে আছে সমারসেট। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের ৯ উইকেটের চারটিই নিয়েছেন সাকিব। ২৫ ওভার বোলিং করে ৮৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব। এরমধ্যে আছে দারুণ খেলতে থাকা সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের ছেলে, আর্চি ভনের উইকেট। জেমস রিউকে ফিরিয়ে, প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেট পূর্ণ করেন সাকিব।

তৃতীয় দিন ৩ উইকেটে ১৬৯ রান নিয়ে শুরু করে সারে। দুই অপরাজিত ব্যাটার, রায়ান প্যাটেল ও বেন ফোকস গড়েন ৬৮ রানের জুটি। রায়ান ৭০ রানে ফিরলে, ছয় নম্বরে ব্যাট করতে নামেন সাকিব। ২৪ বলে ১ বাউন্ডারিতে ১২ রানের বেশি করতে পারেননি। তবে টম কারেনের ঝড়ো ৮৬ রানের ইনিংসে ৩২১ রানে থামে সারে। আর্চি ভন নেন ৬ উইকেট।


এ বিভাগের অন্যান্য সংবাদ