জোরপূর্বক তুলে নিয়ে গুমের ঘটনাগুলোর স্বচ্ছ ও স্বাধীন তদন্তের জন্য আন্তর্জাতিক আহ্বানে সাড়া দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। পরামর্শ দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে জাতিসংঘের সহায়তা নেওয়ার।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এই আহ্বান জানায় হিউম্যান রাইটস্ ওয়াচ। যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংস্থার দক্ষিণ এশিয়ার পরিচালক মিনাক্ষি গাঙ্গুলি বলেন, বাংলাদেশে জোরপূর্বক গুমের সঙ্গে সরকারি সংস্থার জড়িত থাকার বিস্তর অভিযোগ আছে। সরকারকে গুমের গ্রহণযোগ্য ব্যাখ্যা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য প্রয়োজনে জাতিসংঘের সহায়তা নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
চলতি আগস্টে বাংলাদেশ সফরে গুমের অভিযোগ তদন্তে জাতিসংঘের সহায়তার প্রস্তাব দেন সংস্থার মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেট। গত বছরের আগস্টে হিউম্যান রাইটস্ ওয়াচের প্রতিবেদনে বাংলাদেশে ৮৬ জনকে গুমের তথ্য উল্লেখ করা হয়। এরই ধারাবাহিকতায় ওই বছরের ১০ ডিসেম্বর এলিট ফোর্স-র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সূত্র: রিলিফওয়েব