সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

বাংলাদেশকে টপকাতে পারল না পাকিস্তান

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৩, ২০২২
বাংলাদেশকে টপকাতে পারল না পাকিস্তান

দারুণ ব্যস্ত সময় কাটছে আইসিসির পূর্ণ সদস্য দল গুলোর। অধিকাংশ দলই সম্প্রতি কোনো না কোনো সিরিজ খেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে বেশ তৎপর প্রায় প্রতিটি দলই।

এদিকে প্রায় একইসঙ্গে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত তিনটি ওয়ানডে সিরিজ হলো। যেখানে মুখোমুখি হয় পাকিস্তান-নেদারল্যান্ডস, ভারত-জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। নেদারল্যান্ডসকে ও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান ও ভারত। আর ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড।

সদ্য সমাপ্ত এই তিন সিরিজ শেষে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে ব্যাপক রদবদল হয়েছে। পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড লিগ টেবিলে বড়সড় লাফ দিয়েছে। এতে পিছিয়ে গেছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।

আপাতত লিগ টেবিলের এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে বাংলাদেশ। যদিও সমান পয়েন্ট নিয়ে টাইগারদের ধরে ফেলেছে পাকিস্তান। নেট রানরেটে পিছিয়ে থাকায় পাকিস্তান রয়েছে তিন নম্বরে। চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ভারত অবস্থান করছে পাঁচ নম্বরে।

যদিও ভারতকে ২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হবে না বলে তাদের কাছে নিছক গুরুত্বহীন এই সুপার লিগ টেবিল। আয়োজক দেশ হিসেবে ভারত এমনিতেই পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ খেলবে। বাকিদের লড়তে হবে সেরা আটের জন্য।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগ টেবিল

ক্রামিক দেশ ম্যাচ পয়েন্ট রান রেট 
ইংল্যান্ড ১৮ ১২৫ +১.২১৯
বাংলাদেশ ১৮ ১২০ +০.৩৮৪
পাকিস্তান ১৮ ১২০ +০.২১৭
নিউজিল্যান্ড ১২ ১১০ +১.২৬৩
ভারত ১৫ ১০৯ +০.৭১৯
আফগানিস্তান ১২ ১০০ +০.৫৬৩
ওয়েস্ট ইন্ডিজ ২৪ ৮৮ -০.৭৩৮
অস্ট্রেলিয়া ১২ ৭০ +০.৪৯৬
আয়ারল্যান্ড ২১ ৬৮ -০.৩৮২
১০ শ্রীলঙ্কা ১৮ ৬২ -০.০৩১
১১ দক্ষিণ আফ্রিকা ১৩ ৪৯ -০.২০৬
১২ জিম্বাবুয়ে ১৮ ৩৫ -১.০৭৬
১৩ নেদারল্যান্ডস ১৯ ২৫ -১.১৬৩


এ বিভাগের অন্যান্য সংবাদ