বাংলাদেশকে ফলো অন না করিয়ে ব্যাটিংয়ে নেমে ওয়ানডে স্টাইলে রান তুলে ৪১২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টাইগার স্পিনার তাইজুল ইসলাম ৩টি, মিরাজ ২টি ও খালেদ একটি উইকেট শিকার করলে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা দেয় প্রোটিয়ারা।
এ ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার সারেল এরউয়ি। এছাড়া ডিন এলগার ২৬, পিটারসেন ১৪, বাভুমা ৩০, রিকেলটন ১২ ও মুল্ডার ৬ রান করে আউট হন। তবে ৩৯ রান নিয়ে অপরাজিত থেকে যান কাইল ভেরেইন্নে।
এর আগে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে তৃতীয় দিন সকালে আগের দিনের ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সকালে দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী।
এই দুই ব্যাটার ৭০ রানের জুটি গড়েন। ৪৬ রান করে ইয়াসির ফিরলে ভাঙে এই জুটি। এরপরে মুশফিক ফিফটি হাঁকিয়ে ৫১ রান করে রিভার্স সুইপ করে প্যাভিলিয়নের পথ ধরেন। মুশফিক ফিরতেই ৭ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে করে ৪৫৩ রান।