শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান ‘নতুন প্রস্তাবের সঙ্গে ৩১ দফা মিলে যাবে’ এ বছর হজ নিবন্ধনের সময় বাড়ছে না দুর্বল সাত ব্যাংক সহায়তা পেল ৬৫৮৫ কোটি টাকা আইন উপদেষ্টাকে হেনস্তা: জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ পিবিআইর কাছে সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি হস্তান্তর আমির হোসেন আমুর বিরুদ্ধে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা ‘আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠান’ ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ ‍দূত নিয়োগ ট্রাম্পের ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক যুবকদের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত

স্পোর্টস ডেস্ক
আপডেট : অক্টোবর ৬, ২০২৪
বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত

টপ অর্ডার ব্যাটারদের তান্ডবে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেয়েছে ভারত। গোয়ালিয়রে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং ব্যার্থতার দিনে, বোলিং বিভাগও জ্বলে উঠতে পারেনি। ফলে সাত উইকেট হাতে রেখে অনায়েসেই টাইগারদের ১২৮ রান টপকে যায় স্বাগতিকরা।

বাংলাদেশের দেয়া ১২৭ রানের জবাবে হাত খুলে খেলতে শুরু করেন ভারতের দুই ওপেনার। তৃতীয় ওভারে তৌহিদ হৃদয়ের থ্রোতে অভিষেক শর্মা রান আউট হলে প্রথম উইকেট পায় বাংলাদেশ। ক্রিজে এসে এরপর বাংলাদেশে বোলারদের তুলোধোনা করতে থাকেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। মুস্তাফিজের বলে আউট হওয়ার আগে ১৪ রানে ২৯ রান করেন। বাকি কাজটা হার্দিক পান্ডিয়া ও নীতিশ রেড্ডি সারেন। ভারত ১১ ওভার ৫ বলে সাত উইকেট হাতে রেখে পৌঁছে যায় জয়ের বন্দরে।

এরআগে, প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ক্রিকেট দল ১২৮ রানের মামুলি টার্গেট দেয় ভারতকে। স্বাগতিকদের বিধ্বংসী বোলারদের সামনে তাসের ঘরের মতো লুটিয়ে পড়ে টাইগার বাহিনী।

টেস্টে সিরিজ থেকে ব্যাটিং ব্যার্থতার বৃত্ত ভাঙতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। সেই রেশ টেনে নিয়ে এসেছেন টি-টোয়েন্টিতেও।

ভারতের গোয়ালিয়রে অল্প পূজি নিয়েই লড়েইয়ে নামে টাইগাররা। যার শুরুটা হয়েছিলো প্রথম ওভারেই লিটন দাসের উইকেট পতন দিয়ে। আরশদীপ সিংয়ের বলে আউট হন তিনি। পরের ওভারে বল করতে এসে তিনি তুলে নেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের উইকেট।

অধিনায়ক নাজমুল হাসান শান্ত এরপর তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দলীয় ৪০ রানে ভাঙে সে জুটি। দলের স্কোর বোর্ডে আর তিন রান যোগ হতেই সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদ।

বাকিদের মধ্যে মেহেদি মিরাজ ছাড়া সবাই ছিলেন যাওয়া আসার মিছিলে। মাঝে রিশাদ হোসেন ঝড় তোলার আভাস দিলেও ৫ বলে ১১ রানেই থামে তাঁর ইনিংস। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১২৭ রান।


এ বিভাগের অন্যান্য সংবাদ