আসছে ৫ থেকে ১৪ সেপ্টেম্বর সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আসর শ্রীলঙ্কায় বসবে। মোট ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।
শনিবার দুপুরে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে টুর্নামেন্টের ড্র সম্পন্ন হয়।
‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপ এবং শ্রীলঙ্কাকে পেয়েছে। ভারত, নেপাল ও ভুটান ‘বি’ গ্রুপে পড়েছে। দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। সেমিতে জেতা দুই দল খেলবে ফাইনালে।