শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত মালয়েশিয়ায় চাকরিপ্রত্যাশীরা সিন্ডিকেটের কাছে জিম্মি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার সংলাপের প্রথম দিনেই বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা ১০ বছর পর বিশ্বকাপে বাংলাদেশের জয় রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি আবু সাঈদ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ‘সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও কাজ করুন’ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে হত্যার অভিযোগ জাতীয় নাগরিক কমিটির বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম ইসরায়েলে ২৪০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা, নতুন মুখ জাফার মায়ামির আরেকটি শিরোপা অঘটনের রাতে মাদ্রিদ-বায়ার্নের হার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি কর দেয়ার রায় প্রত্যাহার

বাংলাদেশের চোখ আটকে আছে – ৩০৮!

স্পোর্টস ডেস্ক
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২৪
বাংলাদেশের চোখ আটকে আছে – ৩০৮!

১৭ উইকেট পড়েছে দিনে, চিপক স্টেডিয়ামের ইতিহাস হলো তাতে। আর কোনো টেস্টের কোনো একটি দিনে এত উইকেট পড়েনি। দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ভারতের তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। কোহলি, রোহিত, জয়সোয়াল – তিনজনই আউট। কিন্তু দিন শেষে বাংলাদেশের এসব নিয়ে ভাবার সময়ই আর কোথায়! একটা সংখ্যায়ই যে বাংলাদেশের চোখ আটকে আছে – ৩০৮!

ভারতের এরই মধ্যে এগিয়ে থাকার ব্যবধান সেটা। এখনো হাতে ৭ উইকেট আছে ভারতের, আজ দ্বিতীয় দিন তারা শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান নিয়ে। তাতেই বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে আছে ৩০৮ রানে। টেস্টের বাকি এখনো তিন দিন, ভারত কাল তৃতীয় দিনে আগ্রাসী ব্যাটিংই করার কথা। সেক্ষেত্রে চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে লক্ষ্যটা কত দাঁড়ায়, তা-ই এখন ভাবার ব্যাপার।

বাংলাদেশ নিজেদের পায়ে কুড়ালটা নিজেরাই মেরেছে। ভারতের প্রথম ইনিংসের বাকি চার উইকেট দিনের প্রথম ঘণ্টাতেই তুলে নিয়ে ভারতকে ৩৭৬ রানে অলআউট করেছে। কিন্তু এরপর বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন দাঁড়াতেই পারেননি। অলআউট হয়ে গেছে ১৪৯ রানে!

বাঁহাতি-সমৃদ্ধ বাংলাদেশের টপ অর্ডার আরেকবার প্রতিপক্ষের ডানহাতি পেসারদের ‘অ্যারাউন্ড দ্য উইকেট’ বোলিংয়ের সামনে অসহায়। ৪০ রান উঠতেই ইনিংসের অর্ধেক ব্যাটসম্যান আউট! লিটন আর সাকিব এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও দুজন যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এলেন, সেটা আরও হতাশ করেছে। তারপর ভারতের জন্য কাজ আর বাকি থাকে কী!

বাংলাদেশকে ফলোঅন করায়নি ভারত, না করানোরই কথা। চেন্নাইয়ের ভ্যাপসা গরমে টানা দুই ইনিংস ফিল্ডিং করতে চায় কে! তারওপর চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ের ঝক্কিই-বা ভারত কেন নিজের কাঁধে নেবে!

দ্বিতীয় ইনিংসে ভারত যে আগ্রাসী ব্যাটিং করবে, তা-ও বোধ হয় অনুমিতই ছিল। রোহিত শর্মা (৫) তৃতীয় ওভারেই তাসকিনের শিকার হলেন, জয়সোয়াল (১০) সপ্তম ওভারে নাহিদ রানার বলে উইকেট দিয়ে গেলেন। কিন্তু শুবমান গিল অন্যপ্রান্তে দাঁড়িয়ে গেলেন, দিন শেষে তিনি অপরাজিত ৩৩ রানে।

আরেক প্রান্তে কোহলি দেখেশুনেই খেলছিলেন। তবে দিন শেষের কিছুক্ষণ আগে মিরাজের বলে এলবিডাব্লিউ হয়ে গেলেন ১৭ রান করে। আসলেই কি আউট হয়েছিলেন? রিপ্লে দেখাচ্ছিল, রিভিউ নিলে বেঁচে যেতেন কোহলি। কারণ, বল ব্যাটের কানায় লেগেছিল। ঋষভ পন্ত এসে সাকিবের পরপর দুই বলে একটা চার আর ছক্কা নিয়ে দিন শেষ হওয়ার আগে করে ফেললেন ১২ রান।


এ বিভাগের অন্যান্য সংবাদ