বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

বাংলাদেশের প্রশংসায় বিদেশি কূটনীতিকরা

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৫, ২০২২
বাংলাদেশের প্রশংসায় বিদেশি কূটনীতিকরা

পদ্মা সেতু দেশের উন্নয়ন সক্ষমতা মর্যাদার প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন কূটনীতিকরা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন তারা। এই সেতু জিডিপি বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, এই সেতু শুধু বাংলাদেশের নয়, ভারতের বাঙ্গালীদের জন্যও বড় গর্বের বিষয়।

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই উন্মোচিত হলো স্বপ্নের পদ্মা সেতুর। মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের ক’টনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। পদ্মাসেতু নিয়ে তারা প্রতিক্রিয়া জানান। বলেন, এটি বাংলাদেশের জন্য গর্বও। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানিয়েছেন পদ্মা সেতু নির্মাণ প্রমাণ করেছে বাংলাদেশ কতটা শক্তিশালী এবং তারা কি করতে পারে। শুধু দক্ষিণাঞ্চল নয়, সারাদেশের অর্থনীতিতে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইতো নাওকি আরো বলেন, এই সেতু নির্মাণে প্রধানমন্ত্রী, তাঁর সরকার এবং এই দেশের জনগণকে অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। পদ্মা সেতু ঢাকা ও দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ আরো সহজ করবে সবক্ষেত্রে। ১ দশমিক ২৫ শতাংশ জিডিপি বাড়বে বলেও আামি মনে করি।

পদ্মা সেতু চালুর ফলে বাংলাদেশ ও ভারতের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, ‘পদ্মা সেতু শুধু বাংলাদেশের নয়, ভারত এবং অন্যান্য দেশের বাঙ্গালীদের জন্যও অনেক গর্বের। পদ্মা নদীর উপর এই সেতুটি দু’পারের মানুষের যোগাযোগ এক করার বড় প্রতীক। এই সেতু ভারতের পাশাপাণি নেপাল এবং অন্যান্য সার্কভুক্ত দেশগুলোর সাথেও ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে। ’

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পদ্মা সেতুর উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

এছাড়া পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এক বিবৃতিতে পদ্মা সেতু নির্মাণকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযুক্তি বিকাশে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট।


এ বিভাগের অন্যান্য সংবাদ