সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি ইরানের সর্বশেষ হামলায় নিহত ৫, আহত ৯২: ইসরাইল তেহরানে বিপ্লবী গার্ড কমান্ড কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯ ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ দুই বাংলার শিল্পীদের একসঙ্গে কাজ করার আহ্বান জয়ার

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই পাকিস্তানের বড় তিন তারকা

স্পোর্টস ডেস্ক
আপডেট : মে ২১, ২০২৫
বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই পাকিস্তানের বড় তিন তারকা

শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ, যদিও সূচি নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিরিজটি হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের, কিন্তু সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে তা কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর ওয়েবসাইট অনুযায়ী, ২৭ মে শুরু হতে পারে দুই দলের এই দ্বিপাক্ষিক লড়াই, যদিও এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি।

তবে সূচি প্রকাশ না হলেও পাকিস্তান ইতিমধ্যে ঘোষণা করেছে তাদের টি-টোয়েন্টি স্কোয়াড। এই দলে সবচেয়ে বড় চমক হচ্ছে, অনুপস্থিত তিন অভিজ্ঞ তারকা—বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। রিজওয়ানের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আঘাকে। সহ-অধিনায়ক হিসেবে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান।

ঘোষিত দলে রয়েছেন গত এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরি করা সাহিবজাদা ফারহান। চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন প্রতিভাবান ওপেনার সাইম আইয়ুব। পিএসএলে দুর্দান্ত ফর্মে থাকা ফখর জামানও পেয়েছেন দলে সুযোগ।

পাকিস্তানের স্কোয়াডে এবার তরুণদের প্রাধান্য বেশি। দলে রয়েছেন হুসাইন তালাত, খুশদিল শাহ, হাসান নাওয়াজ ও ইরফান খানের মতো নতুন মুখরা। পেস বিভাগে আছেন হারিস রউফ, হাসান আলী, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিমের মতো পরিচিত মুখ।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, সাইম আইয়ুব, ফখর জামান, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলী।


এ বিভাগের অন্যান্য সংবাদ