সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা পাচারকৃত অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা আনোয়ার আলদীনকে চেয়ারম্যান করে বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, একদিনে ১৩৩৭ জন হাসপাতালে পিআইবি’র নতুন পরিচালনা বোর্ড হজ প্যাকেজে দুটি এয়ারলাইন্সকে নির্দিষ্ট করা নিয়ে আইনি নোটিশ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন আরও ৫ জন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন: শ্রম উপদেষ্টা বিভিন্ন মোড়কে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে আ’লীগ মির্জা ফখরুলের সাথে সিঙ্গাপুর অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধা শেখ হাসিনাসহ পলাতকদের ধরতে ইন্টারপোলের সহায়তা নেবে সরকার জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি: দুদক দোহায় হামাসের কার্যালয় থাকছে: কাতার

বাংলাদেশের হজ ফ্লাইট শুরু ২১ মে

বৃত্তান্ত প্রতিবেদক
আপডেট : এপ্রিল ২৫, ২০২৩

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজে বাংলাদেশী হাজিদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ থেকে হজযাত্রীদের জন্য ফ্লাইট শুরু হবে ২১ মে।

বিমান বাংলাদেশ  এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন ও ফ্লাইটনাস হজযাত্রী পরিবহন করবে। হজ ফ্লাইট নিরবচ্ছিন্ন রাখতে রাজধানীর আশকোনায় হজ অফিসে হজ কন্ট্রোল রুম, হেল্প ডেস্ক চালু করতে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

২৪ এপ্রিল মন্ত্রণালয়ের  উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সই করা  চিঠি হজ অফিসে পাঠানো হয়েছে।

হজের চুক্তি অনুযায়ী, এ বছর হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজব্রত পালন করতে পারবেন।

নিবন্ধিত হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন শুরু হয়েছে গত ১৬ এপ্রিল। ভিসার আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সব জেলায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, ঢাকায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ, ঢাকায়  ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় এবং হজ অফিসে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা যেখানে বায়োমেট্রিক ভিসার জন্য আবেদন করবেন, সেখানে তাদের পাসপোর্ট জমা দেবেন এবং রশিদ গ্রহণ করবেন।

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা নিজ নিজ এজেন্সির মাধ্যমে এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) অফিসে বায়োমেট্রিক ভিসার আবেদন করতে পারবেন। বায়োমেট্রিক ভিসা আবেদনের পর পাসপোর্ট নিজ নিজ এজেন্সির কাছে জমা দিয়ে রশিদ গ্রহণ করবেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ