বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন কবে? মার্কিন সিনেটরকে যা বললেন প্রধান উপদেষ্টা ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ইনকিলাব মঞ্চের দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারি দপ্তর থেকে ছাত্রদের পদত্যাগ দাবি সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সৌজন্য সাক্ষাৎ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি: ধর্ম উপদেষ্টা দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো যমুনা রেলসেতু তুলসির বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না: অর্থ উপদেষ্টা শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান ‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’ গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে বিক্ষোভ–সংঘর্ষ, কারফিউ জারি সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক

বাংলাদেশে আসছেন লঙ্কান ক্রিকেটাররা

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ২৩, ২০২২

৮মে দুটি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। এই সিরিজের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ২৩ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ৫ জন। তবে দেশটির ক্রীড়ামন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে বোর্ড।

শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি নিউজের খবরে জানা যায়, ইনজুরির জন্য বাংলাদেশ সফর থেকে বাদ পড়তে যাচ্ছেন পাথুম নিশাঙ্কা। ভারতের বিপক্ষে মোহালি টেস্টে পিঠে ব্যথার পর সেই চোট কাটিয়ে এখনও সেরে উঠতে পারেননি এই ওপেনার। নিশাঙ্কার জায়গায় ওপেনার হিসেবে অধিনায়ক দিমুথ করুণারত্নের সঙ্গে মাঠে নামবেন ওশাদা ফার্নান্দো।

নিশাঙ্কা ছাড়াও পেসার মোহাম্মদ সিরাজ, শিরান ফার্নান্দো, অফ স্পিনার লাকসিথা মানাসিংহে এবং জেফরি ভ্যান্ডারসে ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন।

ডেইলি নিউজ আরও জানিয়েছে, শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়া চামিন্দা ভাস ব্যক্তিগত কারণে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। ফলে বাংলাদেশ সফরে দলের সঙ্গে ফাস্ট বোলিং কোচ হিসেবে আসবেন দার্শানা গামাগে।

কেবল বোলিং কোচ নয়, সম্পূর্ণ নতুন এক কোচিং প্যানেল নিয়ে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সদ্য নিযুক্ত হওয়া ক্রিস সিলভারউড আসবেন প্রধান কোচ হিসেবে। এ ছাড়াও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক হেড কোচ নাভিদ নেওয়াজ লঙ্কানদের কোচিং প্যানেলে সহকারী কোচ হিসেবে সফরে আসবেন।

বাংলাদেশে পা রাখার পর সাভারের বিকেএসপিতে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। ১০ ও ১১মে হবে ম‍্যাচটি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩মে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

শ্রীলঙ্কা টেস্ট দল (ক্রীড়া মন্ত্রীর অনুমোদনের অপেক্ষা):
দিমুথ করুণারত্মে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, কামিল মিশারা, রোশন সিলভা, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্মে, কাসুন রজথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রভীন জয়াবিক্রমে, লাসিথ অ্যাম্বুলদেনিয়া ও সুমিদা লক্ষণ।


এ বিভাগের অন্যান্য সংবাদ