৮মে দুটি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। এই সিরিজের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষনা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ২৩ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ৫ জন। তবে দেশটির ক্রীড়ামন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে বোর্ড।
শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি নিউজের খবরে জানা যায়, ইনজুরির জন্য বাংলাদেশ সফর থেকে বাদ পড়তে যাচ্ছেন পাথুম নিশাঙ্কা। ভারতের বিপক্ষে মোহালি টেস্টে পিঠে ব্যথার পর সেই চোট কাটিয়ে এখনও সেরে উঠতে পারেননি এই ওপেনার। নিশাঙ্কার জায়গায় ওপেনার হিসেবে অধিনায়ক দিমুথ করুণারত্নের সঙ্গে মাঠে নামবেন ওশাদা ফার্নান্দো।
নিশাঙ্কা ছাড়াও পেসার মোহাম্মদ সিরাজ, শিরান ফার্নান্দো, অফ স্পিনার লাকসিথা মানাসিংহে এবং জেফরি ভ্যান্ডারসে ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন।
ডেইলি নিউজ আরও জানিয়েছে, শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়া চামিন্দা ভাস ব্যক্তিগত কারণে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। ফলে বাংলাদেশ সফরে দলের সঙ্গে ফাস্ট বোলিং কোচ হিসেবে আসবেন দার্শানা গামাগে।
কেবল বোলিং কোচ নয়, সম্পূর্ণ নতুন এক কোচিং প্যানেল নিয়ে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সদ্য নিযুক্ত হওয়া ক্রিস সিলভারউড আসবেন প্রধান কোচ হিসেবে। এ ছাড়াও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক হেড কোচ নাভিদ নেওয়াজ লঙ্কানদের কোচিং প্যানেলে সহকারী কোচ হিসেবে সফরে আসবেন।
বাংলাদেশে পা রাখার পর সাভারের বিকেএসপিতে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। ১০ ও ১১মে হবে ম্যাচটি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩মে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
শ্রীলঙ্কা টেস্ট দল (ক্রীড়া মন্ত্রীর অনুমোদনের অপেক্ষা):
দিমুথ করুণারত্মে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, কামিল মিশারা, রোশন সিলভা, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্মে, কাসুন রজথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রভীন জয়াবিক্রমে, লাসিথ অ্যাম্বুলদেনিয়া ও সুমিদা লক্ষণ।