রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অব্যাহতভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২৪
বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অব্যাহতভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নাগরিক সমাজ, গণমাধ্যম, কৃষক ও শ্রমিক সংগঠনের সঙ্গে অব্যাহতভাবে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির দুই বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের ফরেন প্রেস সেন্টার আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ব্রিফিংয়ের প্রতিলিপি পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার ওপর নির্ভর করছে দীর্ঘমেয়াদি গণতন্ত্র। এ ক্ষেত্রে সুশীল সমাজের জন্য ক্ষেত্র তৈরিতে মনোযোগী যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী করার ওপর নির্ভর করছে দীর্ঘ মেয়াদী গণতন্ত্র। এক্ষেত্রে সুশীল সমাজের জন্য ক্ষেত্র তৈরিতে মনোযোগী যুক্তরাষ্ট্র।

একজন সাংবাদিক প্রশ্নের উত্তরে আফরিন আখতার বলেন, ‘আমরা অবিশ্বাস্যভাবে ফোকাস করছি বাংলাদেশের সমাজকে জড়িত করার দিকে। আবার ইন্দো-প্যাসিফিক কৌশলের প্রথম স্তম্ভ হলো একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল। আমরা বাংলাদেশের কৃষকদের সঙ্গে কাজ করছি, যারা সরকারি সেবা পেতে সংগ্রাম করছিলেন। আমরা শ্রমিক সংগঠকদের সঙ্গে কাজ করছি। আমরা সিভিল সোসাইটির সদস্যদের একটি সম্পূর্ণ পরিসরের সঙ্গে কাজ করছি। এটি করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য হলো বাংলাদেশে সত্যিকার অর্থে নাগরিক স্থান গড়ে তোলা, নাগরিক স্থান সংরক্ষণ করা, দীর্ঘ মেয়াদে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা।’


এ বিভাগের অন্যান্য সংবাদ