বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ডিসেম্বর ৩, ২০২৪
‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’

আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা ভিয়েনা কনভেনশনের সুষ্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন তিনি এ সব কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত। ভারতের গণমাধ্যমগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশিদের নিরাপত্তায় ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ভারতের সুদূরপ্রসারী আগ্রাসন চালানোর চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এই সময় তিনি আরও বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ভারত। নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে না দাঁড়াতে ভারতের প্রতি আহ্বান।

রিজভী বলেন, কিছু ধর্মীয় উগ্রবাদী জঙ্গীগোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। বিজেপি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইলে, দেশের মানুষ রুখে দাঁড়াবে। ভারতের মানুষ গণতন্ত্রকামী। অধিকাংশ মানুষই তাদের আচরণের বিপক্ষে।

সব ধর্মের মানুষকে নিজ জন্মভূমির প্রতি অনুগত থাকার আহ্বান জানান রিজভী। বলেন, বিজেপি ভারতকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার মাস্টারপ্ল্যান করেছে ভারত।

রাষ্ট্রীয় ভাবে সংখ্যালঘু নির্যাতন করা ভারত, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ করছে। ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে ভারতের মুসলিমরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ