বাংলাদেশ ‘এ’ দল বনাম ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। আগে ব্যাট করে ক্যারিবীয়দের ৯ উইকেটে ২৩৮ রানের জবাবে ব্যাট করতে নামা টাইগারদের ইনিংস ১৫.৪ ওভার হওয়ার পর খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। সিরিজের প্রথম ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতে নিলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।
টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজও জেতা হলো না বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হারের পর দ্বিতীয় ওয়ানডেতে জয়ের দেখা পেয়েছিলো বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি তাই পরিণত হয়েছিল সিরিজ নির্ধারণী ফাইনালে। কিন্তু বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষিত হওয়ায় ১-১ সমতায় শেষ হলো সিরিজ।
এদিন আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল টেডি বিশপের ৬০ ও ত্যাগনারাইন চন্দরপলের ৪৩ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৩৮ রান। টাইগার পেসার রেজাউর রহমান রাজা ৫০ রানের বিনিময়ে নেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ ১৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন সৌম্য সরকার। অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ২০ রান।