বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের খেলা দেখা নিয়ে যে শঙ্কা ছিল তা কেটেছে। পূর্ণাঙ্গ সিরিজটির সম্প্রচার স্বত্ত্ব কিনে নিয়েছে টি-স্পোর্টস।
সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মঙ্গলবার (২১শে জুন) এতথ্য জানান চ্যানেলের প্রধান নির্বাহী ইশতিয়াক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল হওয়ায় দর্শকদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেটা আমলে নিয়েই আমরা বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।’
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হয় গত ১৫ই জুন সিরিজের প্রথম টেস্ট দিয়ে। তবে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা যায়নি সে খেলা। ফলে বাংলাদেশি দর্শকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। যদিও সম্প্রচার সমস্যা কেটে যাওয়ায় আগামী ২৪শে জুন থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট দেখতে পারবেন দর্শকরা।
এদিকে, সিরিজের প্রথম টেস্ট দুই ডলারের বিনিময়ে আইসিসি টিভিতে প্রদর্শিত হলেও দ্বিতীয় টেস্ট বিনামূল্যে দেখানোর ঘোষণা দিয়েছে আইসিসি।