কাতারের সাথে বাংলাদেশের ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমস্ত্রী শেখ হাসিনার সাথে সফররত কাতারের আমিরের বৈঠক শেষে এই চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হয়।
চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে: আইন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি রোধ, সাগরপথে পরিবহণ, কূটনৈতিক প্রশিক্ষণে সহায়তা, যুব ও ক্রিড়া ক্ষেত্রে সহযোগিতা, উচ্চ শিক্ষা ও গবেষণা, শ্রমশক্তি, বন্দর ব্যবস্থাপনা ও ব্যবসায় সংগঠন নিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫ টি চুক্তি ও ৫ টি সমঝোতা স্বারক স্বাক্ষর হয়েছে।