বাংলাদেশ-ভারত মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় খেলায় মাঠের অবস্থা ভালো না থাকা অবস্থাতেও খেলা চালিয়ে যাওয়ায় ভেন্যুটিকে ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। খেলাটি অনুষ্ঠিত হয়েছিলো কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে।
দ্বিতীয় খেলার বেশিরভাগ সময়েই নষ্ট হয়েছে বৃষ্টির কারণে ভেজা আউটফিল্ড থাকায়। মাঠটির আউটফিল্ডের অবস্থা অসন্তোষজনক বলে মনে হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিরও। আর এমন অবস্থায় খেলা চালিয়ে যাওতেই ভেন্যুটিকে শাস্তির আয়োতায় এনেছে আইসিসি।
কানপুর টেস্টে প্রথম দিন খেলা হয়েছিল ৩৫ ওভার। বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা মাঠেই গড়ায় নেই। তবে, বৃষ্টির কারণে আড়াই দিনের বেশি সময় খেলা না হলেও ম্যাচটিতে ৭ উইকেটে জেতে ভারত।