শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

বাংলাদেশ শীর্ষে থেকেই ফাইনাল খেলবে

স্পোর্টস ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ৬, ২০২৪
বাংলাদেশ শীর্ষে থেকেই ফাইনাল খেলবে

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের ফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ নিয়ম রক্ষার ম্যাচে ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। চার দলের টুর্নামেন্টে বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকেই ফাইনাল খেলবে। ৮ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

ফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশ এই ম্যাচে নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে। দ্বিতীয় সারির দল নামালেও ম্যাচ জিততে কষ্ট হয়নি বাংলাদেশের। দুই অর্ধে দু’টি করে গোল করেছে তারা। পক্ষান্তরে বাংলাদেশের অর্ধে তেমন আক্রমণ করতে পারেনি পাহাড়ী দেশটি।

ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। বক্সের জটলার মধ্যে নুসরাত জাহান মিতু বল প্লেসিং করে জালে জড়ান। ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ঐশী। মিতুর কর্নারে ঐশী হেডে গোল করেন।

বিরতির পর ভুটান ম্যাচে সমতা আনার বৃথা চেষ্টা করেছে। উল্টো বাংলাদেশ ব্যবধান আরো দ্বিগুণ করেছে। ৫৭ মিনিটে তৃতীয় গোল পায় বাংলাদেশ। ঐশীর পাসে বক্সে দাড়ানো কৃষ্ণা রানী বলের দিক পরিবর্তন করে গোল করেন।গোলরক্ষক খানিকটা বোকাই বনে যান বাংলাদেশের ফুটবলারের চাতুর্যতায়। ৬ মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন ঐশী। ভূটানের গোলরক্ষক-ডিফেন্ডারদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ঐশী বল পেয়ে গোল করেন।

ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়রা খানিকটা মেজাজ হারিয়েছিলেন। হাল্কা ধাক্কাধাক্কি হলেও বড় অপ্রীতিকর কিছু ঘটেনি। টানা তিন ম্যাচ হেরে ভূটান শূন্য হাতেই দেশে ফিরছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ