বাগেরহাটের টাউন নোয়াপাড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছে। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নোয়াপাড়া এলাকার আবদুল্লাহ স-মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
ঘটনাস্থল থেকে কাটাখালি হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক আশরাফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার সকালে কাটাখালি থেকে নোয়াপাড়াগামী একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে তিন জন নিহত হন। এ সময় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট পরে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে একজন মারা যান।’
তবে নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।