মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র প্রশাসনে স্বৈরাচার থাকলে দেশ বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে: রিজভী দ:কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি পেল ৭ প্রতিষ্ঠান শেখ হাসিনার অবস্থান জানে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা সুন্দরবনে বাঘ বেড়েছে : পরিবেশ উপদেষ্টা বরখাস্ত উর্মির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকায় কোনো থ্রেট নেই : ডিএমপি কমিশনার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ফোন নম্বর প্রকাশ বিজিবির ফুটবল অধ্যায়ের ইতি টানলেন ইনিয়েস্তা লেবাননের বৈরুত, পূর্ব ও দক্ষিণ অংশে হামলা শুরু করেছে ইসরায়েল এবার পূজায় কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা আবার রিমান্ডে সালমান, দীপু, পলক ও মামুন একদিন বাড়লো পূজার ছুটি

বাধা দিয়েও লোকসমাগম ঠেকাতে পারেনি সরকার : শামসুজ্জামান দুদু

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২২, ২০২২
বাধা দিয়েও লোকসমাগম ঠেকাতে পারেনি সরকার : শামসুজ্জামান দুদু

বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে লোকসমাগম ঠেকাতে সরকার শত বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আজকের এ গণসমাবেশকে কেন্দ্র করে সরকার খুলনাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে মূলত জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করে ফেলেছে। শত বাধা, হামলা, গ্রেপ্তার ও হয়রানি মোকাবিলা করে গণসমাবেশে লাখ লাখ লোকের সমাগম প্রমাণ করেছে, সরকারের পায়ের তলার মাটি সরে গেছে।

আজ শনিবার দুপুর ১টার দিকে খুলনায় শুরু হয় বিএনপির গণসমাবেশ। সমাবেশ মঞ্চে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সিনিয়র নেতারা।

শামসুজ্জামান দুদু আরও বলেন, গত তিন দিন থেকেই প্রচণ্ড বিরোধিতা ও হামলাসহ নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। কাউকে কাউকে মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের দলের নেতাকর্মীদের বাধা দিতে আওয়ামী লীগের দলীয় যুব সংগঠনের সঙ্গে পুলিশের ভূমিকাও ছিল ন্যক্কারজনক। সড়কপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। লঞ্চ ও ফেরি বন্ধ করা হয়েছে। তারপরও সরকার জনস্রোত ঠেকাতে পারেনি।

দুদু বলেন, এই দেশের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ। এদেশের মানুষ স্বাধীনতা প্রিয় মানুষ। যে পাঁচজন মানুষকে তারা হত্যা করেছে, তারা কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য কমানোর জন্য এসেছিল। বিদ্যুতের প্রশ্নে এসেছিল। তাদের টার্গেট করে হত্যা করা হয়েছে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এ সমাবেশ উল্লেখ করে দুদু বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য এ সমাবেশ। আমরা শান্তিপূর্ণভাবে জনজোয়ারের মধ্যে দিয়ে দেশবাসীকে এক জায়গায় দাঁড় করিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই গণসমাবেশ করছি।


এ বিভাগের অন্যান্য সংবাদ