শনিবার, ২১ জুন ২০২৫, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি দেশে ফিরছেন তারেক রহমান, গুলশানের বাড়ি প্রস্তুত বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছে বাংলাদেশ-চীন-পাকিস্তান ডি মারিয়ার জোড়া গোলে বড় জয় বেনফিকার চেলসিকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী নেতাকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়বে: গ্রিসের জাহাজমন্ত্রী ইরানে মোসাদ সংশ্লিষ্ট ৫৪ গুপ্তচর গ্রেফতার ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইরানের আঘাতে ইসরাইলের ক্ষতির পরিমাণ শত শত কোটি ডলার ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৬, বাসে আগুন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সাক্ষাৎ

বাধা দিয়েও লোকসমাগম ঠেকাতে পারেনি সরকার : শামসুজ্জামান দুদু

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২২, ২০২২
বাধা দিয়েও লোকসমাগম ঠেকাতে পারেনি সরকার : শামসুজ্জামান দুদু

বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে লোকসমাগম ঠেকাতে সরকার শত বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আজকের এ গণসমাবেশকে কেন্দ্র করে সরকার খুলনাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে মূলত জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করে ফেলেছে। শত বাধা, হামলা, গ্রেপ্তার ও হয়রানি মোকাবিলা করে গণসমাবেশে লাখ লাখ লোকের সমাগম প্রমাণ করেছে, সরকারের পায়ের তলার মাটি সরে গেছে।

আজ শনিবার দুপুর ১টার দিকে খুলনায় শুরু হয় বিএনপির গণসমাবেশ। সমাবেশ মঞ্চে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সিনিয়র নেতারা।

শামসুজ্জামান দুদু আরও বলেন, গত তিন দিন থেকেই প্রচণ্ড বিরোধিতা ও হামলাসহ নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। কাউকে কাউকে মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের দলের নেতাকর্মীদের বাধা দিতে আওয়ামী লীগের দলীয় যুব সংগঠনের সঙ্গে পুলিশের ভূমিকাও ছিল ন্যক্কারজনক। সড়কপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। লঞ্চ ও ফেরি বন্ধ করা হয়েছে। তারপরও সরকার জনস্রোত ঠেকাতে পারেনি।

দুদু বলেন, এই দেশের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ। এদেশের মানুষ স্বাধীনতা প্রিয় মানুষ। যে পাঁচজন মানুষকে তারা হত্যা করেছে, তারা কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য কমানোর জন্য এসেছিল। বিদ্যুতের প্রশ্নে এসেছিল। তাদের টার্গেট করে হত্যা করা হয়েছে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এ সমাবেশ উল্লেখ করে দুদু বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য এ সমাবেশ। আমরা শান্তিপূর্ণভাবে জনজোয়ারের মধ্যে দিয়ে দেশবাসীকে এক জায়গায় দাঁড় করিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই গণসমাবেশ করছি।


এ বিভাগের অন্যান্য সংবাদ