সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্লট গ্রহণে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে তিন মামলা ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন রুপির দাম দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন: কর্নেল অলি যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম যেভাবে শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট স্থাপনের ২০ বছরেও চালু হয়নি বিরল স্থলবন্দর গ্রিনল্যান্ড কিনতে কত লাগবে? চলছে বিশ্বজুড়ে আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে কানাডা, সহায়তার ঘোষণা চীনের যুদ্ধবিরতির পরও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে পারছে না লেবানিজরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি মাদ্রিদকে ৪-এর পর এবার ৫ গোলে ভাসাল বার্সা তারা শক্তেরই যম, নরমে তাদের শরম

বাবার নীরব কান্না, দুই পুত্র সন্তান বিক্রির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ২৬, ২০২২
বাবার নীরব কান্না, দুই পুত্র সন্তান বিক্রির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

অশ্রুসিক্ত বাবা মোহাম্মদ ইসমাইলের নীরব কান্না সন্তানদের কাছে না পাবার বেদনায়। ইসমাইল কখনো আদালতের বারান্দায়, কখনো নানা জনের কাছে ধর্ণা দিচ্ছেন। আকুল প্রতীক্ষা দুই সন্তানকে ফিরে পাবার।

পারিবারিক কলহে স্বামীর সঙ্গে মনোমালিন্য, বিচ্ছেদ। পরে গোপনে দুটি পুত্র সন্তানই বিক্রি করে দিয়েছেন মা। চট্টগ্রামে এমন অভিযোগ এক বাবার।

২০১১ সালে সুইটি আকতারকে বিয়ে করেন ইসমাইল। স্ত্রীকে নিয়ে থাকতেন শ্বশুর বাড়িতেই। বিয়ের পর ভালোই চলছিলো দুজনের সংসার। কিন্তু গত কয়েকবছর ধরে নানা কারণে মনোমালিন্য থেকে তৈরি হয় দূরত্ব।

ভুক্তভোগী ইসমাইলের অভিযোগ, ২০১৫ সালে জন্মের কয়েকদিন পরেই দ্বিতীয় পুত্র সন্তানকে একজনের কাছে বিক্রি করে দেন স্ত্রী সুইটি। তার দাবি, বিক্রি করে দেয়া হয়েছে প্রথম ছেলেকেও। এ ঘটনায় সাবেক স্ত্রীসহ কয়েকজনকে আসামী করে আদালতে মামলা করেন ইসমাইল। যার তদন্ত করছে পিবিআই।

তবে দ্বিতীয় সন্তানকে বিক্রি নয়, অভাবের কারণে দত্তক দেয়ার কথা স্বীকার করেন স্ত্রী সুইটি। আর ভরণপোষণ না দেয়ায় প্রথম সন্তানকে বাবার কাছ থেকে দূরে রাখা হয়েছে বলে দাবি তার। রয়েছে সাবেক স্বামীর বিরুদ্ধে অবহেলা আর নানাভাবে নির্যাতনের অভিযোগও।

এখন আদালতের নির্দেশে পুরো বিষয়টির তদন্ত করছে পিবিআই। চট্টগ্রাম (মেট্রো) পিবিআই এর বিশেষ পুলিশ সুপার নাইমা সুলতানা জানান, মামলাটি তদন্ত চলছে, তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্তে আসা যায়নি। কোনো সিদ্ধান্ত আসলে আদালতে প্রতিবেদন দেয়া হবে।

মোহাম্মদ ইসমাইলের বাড়ি চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট খাজা রোডে আর চান্দগাঁও এলাকার বাসিন্দা সুইটি আক্তার। ২০২১ সালে বিচ্ছেদ হয় দুজনের।


এ বিভাগের অন্যান্য সংবাদ