বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

বাবুল আক্তারের দুই শিশুর জবানবন্দি নেয়ার নির্দেশ

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৮, ২০২২
বাবুল আক্তারের দুই শিশুর জবানবন্দি নেয়ার নির্দেশ

সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের দুই শিশুকে শিশু আইন অনুসরন করে তদন্ত কমর্কতাকে জবানবন্দি নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৮ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের নির্দেশনায় আরও বলেন, দুই শিশুকে জিজ্ঞাসাবাদের পূর্বে জেলা সমাজসেবা কার্যালয়ে হাজির করতে হবে। এক্ষেত্রে গরিমসি করা যাবে না। শিশুরা জেলা সমাজসেবা কর্মকর্তার কাছে যৌক্তিক সময় পর্যন্ত থাকবে। শিশুদের দাদা শুধু মাত্র উপস্থিত থাকবে সেসময়। মহিলা পুলিশ কর্মকর্তা সেসময় উপস্থিত থাকতে পারবে।

এ সময়, তদন্তের দীর্ঘসূত্রিতার জন্য মামলা জট হয়, ৬ বছর আগের মামলা এখনো তদন্ত শেষ হয়নি বলে মন্তব্য করেন হাইকোর্ট। বাবুল আক্তারের ২ শিশুকে শিশু আইন মেনে জিজ্ঞেসাবাদ করার আবেদনের শুনানীতে হাইকোর্ট এ মন্তব্য করেন।

কোন ক্রমেই শিশুদের নিরাপত্তা মানসিক চাপ যেন না পড়ে সবাই দৃষ্টি রাখবে বলে নির্দেশ দেন হাইকোর্ট। আগামী ২৬ জুলাই প্রতিবেদন জমা দিতে হবে হাইকোর্টকে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে বাবুল আক্তারের দায়ের করা মামলায় স্ত্রী হত্যাকাণ্ডে তারই সম্পৃক্ততা পায় পিবিআই। এরপর গত বছরের ১২ মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওইদিনই মামলাটিতে বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই। সেই থেকে কারাগারে আছেন তিনি। সেই থেকে দুটি মামলায় তদন্ত করছে পিবিআই।


এ বিভাগের অন্যান্য সংবাদ