শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬ কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ ভারতের অপপ্রচারে আমাদের কোনো ক্ষতি নেই : উপদেষ্টা সাখাওয়াত ‘বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে কঠোর জবাব দেয়া হবে’ পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কড়া প্রতিবাদ আমাদের ঘৃণা করে এমন দেশের সঙ্গে বাণিজ্য নয়: রিজভী ঐক্যবদ্ধ থাকলে ধর্ম নিয়ে বিভেদের ষড়যন্ত্র সফল হবে না: খন্দকার মোশাররফ আওয়ামী লীগের প্রভাবশালীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল বাংলাদেশ নিয়ে ভারতীয় ৪৯ গণমাধ্যমে গুজবের ছড়াছড়ি ‘স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র করছে’ দিল্লি চলো কর্মসূচি ঘিরে আবারও উত্তাল ভারত শীতকালীন সবজির দাম কিছুটা কমলেও ভোগ্যপণ্যে নাভিশ্বাস অ্যাটলেটিকোর জয়, ঘরের মাঠে নাপোলির পরাজয়

বায়ার্নে যোগ দিলেন উইঙ্গার জারাগোজা

স্পোর্টস ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ৩, ২০২৪
বায়ার্নে যোগ দিলেন উইঙ্গার জারাগোজা

লা লিগার ক্লাব গ্রানাডা থেকে স্প্যানিশ উইঙ্গার ব্রায়ান জারাগোজাকে দলে ভিড়িয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাব সূত্রে এ তথ্য জানানো হয়েছে। ২২ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার আগামী গ্রীষ্ম পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বায়ার্নে যোগ দিয়েছেন। এর আগে ডিসেম্বরেই তার সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছিল জার্মান ক্লাবটি।

চুক্তি অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত জারাগোজা বায়ার্নে থাকছেন। স্প্যানিশ এই উইঙ্গারকে দলে ভেড়াতে বায়ার্নকে ১৯ মিলিয়ন ইউরো গুণতে হবে। এর মধ্যে ধারের চার মিলিয়ন ফি’ও রয়েছে।

আক্রমণভাগে ইনজুরির সমস্যা এবার বায়ার্নকে বেশ দুশ্চিন্তায় ফেলেছে। দুই ফরোয়ার্ড সার্জি গ্যানাব্রি ও কিংসলে কোম্যান দীর্ঘ মেয়াদে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছে। বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টোফ ফ্রেয়ান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘ফুটবলে সবসময়ই ফ্লেক্সিবেল থাকাটা জরুরী। এ কারণে আমরা বর্তমান পরিস্থিতি সামলে উঠতে পেরেছি।’

জারাগোজা এক বিবৃতিতে বলেছেন, ‘আমি বায়ার্নে যোগ দিয়েছি। এর পেছনে লক্ষ্য একটাই, একটি বড় ক্লাবের হয়ে নিজেকে আরো পরিণত করতে চাই। দারুণ কিছু সময়ের জন্য আমি সবসময়ই গ্রানাডার কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা একসাথে ক্লাবের জন্য সম্ভাব্য সবকিছু করার চেষ্টা করেছি। এখন বায়ার্নে খেলতে মুখিয়ে আছি। আমাদের লক্ষ্য বেশ উঁচু।’


এ বিভাগের অন্যান্য সংবাদ