দিল্লির বায়ুর গুণমান ভয়াবহ। বায়ুদূষণ পরিস্থিতির অবনতি হওয়ায় শনিবার (৫ নভেম্বর) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতের দিল্লির সব প্রাথমিক বিদ্যালয়। এছাড়া সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সব বাইরের কার্যক্রম (আউটডোর অ্যাক্টিভিটি) সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি সরকারের ৫০ শতাংশ কর্মকর্তাকে বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার নির্দেশও দেয়া হয়েছে এই পরিস্থিতিতে।
শুক্রবার (৪ নভেম্বর) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ ঘোষণা দেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ৪৫৩। এই বাতাস শ্বাস নেয়ার জন্যও উপযোগী নয়। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি প্রশাসন। চার স্তরের ‘অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় ‘দ্য কমিশন অব এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’।
পরিকল্পনা অনুযায়ী, দিল্লিতে পুরোনো ইঞ্জিনের ডিজেলচালিত গাড়ির ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। শুধু বিএস-৬ ইঞ্জিনযুক্ত এবং জরুরি পরিষেবার যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। বৈদ্যুতিক এবং সিএনজিচালিত ট্রাক ছাড়া দিল্লিতে অন্য ট্রাকের প্রবেশের ক্ষেত্রেও প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লিতে আপাতত স্থগিত রাখার পরামর্শ দেয়া হয়েছে হাইওয়ে, ওভারব্রিজ, পাইপলাইন নির্মাণ ও ধ্বংসের কাজও।