মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১২১৮ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন, কারা আছেন সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে ৮ সদস্যের কমিটি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বিনিয়োগ করবে জাপান চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’ ‘শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি’ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি দক্ষিণ এশিয়ায় এলপিজির সবচেয়ে বেশি দাম বাংলাদেশে নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম-সৈকত-মানিক সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা

বার্সাকে ফের হারিয়ে গ্রুপ সেরা বায়ার্ন

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২৭, ২০২২
বার্সাকে ফের হারিয়ে গ্রুপ সেরা বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনাকে৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এতে করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে অবশেষে বাদ পড়ে নিজেদের ছায়া হয়েই রয়ে গেলেন বার্সার রবার্ট লেভানদোফস্কি-দেম্বেলেরা।

এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬’তে খেলতে যাচ্ছে বায়ার্ন। আর বার্সেলোনাকে আগামী মৌসুমেও খেলতে হবে ইউরোপা লিগে। এই ম্যাচের আগেই বার্সেলোনার ইউরোপা লিগে খেলা অনেকটা নিশ্চিত ছিল বলা যায়। তবে কাগজে-কলমে যেটুকু আশা বাকি ছিল তাও শেষ হয়ে যায় এই ম্যাচে হারের পর পরই।

অন্যদিকে ভিক্টোরিয়ার বিপক্ষে মিলানের জয়ে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার আশা একদম শেষ হয়ে যায়। নিজেদের ম্যাচে ৪-০ গোলে জয় তুলে নিয়েছেন ইন্টার। ফলে বার্সেলোনাকে টানা দ্বিতীয়বারের মত খেলতে হবে ইউরোপা লিগে।

বার্সেলোনার বিপক্ষে ১০ মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। বক্সের মাঝামাঝি থেকে মানের ডান পায়ের শটে এগিয়ে যায় বায়ার্ন।

৩১ মিনিটে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন চুপো মোটিং। সার্জ গানাব্রির যোগান দেয়া বলে দারুণ এক গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। চুপো মোটিংয়ের ডান পায়ের শট বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগানের দু’পায়ের মাঝখান দিয়ে জালে জড়ায়। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনার উপর আরও চাপ বাড়ায় বায়ার্ন। তবে গোলের দেখা মিলছিল না। বার্সেলোনা পুরো ম্যাচে খুব একটা গোলের সুযোগও তৈরি করতে পারেনি। ম্যাচের শেষ মিনিটে বেনজামিন পাভার্ডের গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও জেকোর গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ইন্টার। শেষ মুহূর্তে রোমেলু লুকাকুর গোলে ৪-০ ব্যাবধানে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার।


এ বিভাগের অন্যান্য সংবাদ