চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনাকে৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এতে করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে অবশেষে বাদ পড়ে নিজেদের ছায়া হয়েই রয়ে গেলেন বার্সার রবার্ট লেভানদোফস্কি-দেম্বেলেরা।
এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬’তে খেলতে যাচ্ছে বায়ার্ন। আর বার্সেলোনাকে আগামী মৌসুমেও খেলতে হবে ইউরোপা লিগে। এই ম্যাচের আগেই বার্সেলোনার ইউরোপা লিগে খেলা অনেকটা নিশ্চিত ছিল বলা যায়। তবে কাগজে-কলমে যেটুকু আশা বাকি ছিল তাও শেষ হয়ে যায় এই ম্যাচে হারের পর পরই।
অন্যদিকে ভিক্টোরিয়ার বিপক্ষে মিলানের জয়ে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার আশা একদম শেষ হয়ে যায়। নিজেদের ম্যাচে ৪-০ গোলে জয় তুলে নিয়েছেন ইন্টার। ফলে বার্সেলোনাকে টানা দ্বিতীয়বারের মত খেলতে হবে ইউরোপা লিগে।
বার্সেলোনার বিপক্ষে ১০ মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। বক্সের মাঝামাঝি থেকে মানের ডান পায়ের শটে এগিয়ে যায় বায়ার্ন।
৩১ মিনিটে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন চুপো মোটিং। সার্জ গানাব্রির যোগান দেয়া বলে দারুণ এক গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি। চুপো মোটিংয়ের ডান পায়ের শট বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগানের দু’পায়ের মাঝখান দিয়ে জালে জড়ায়। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার উপর আরও চাপ বাড়ায় বায়ার্ন। তবে গোলের দেখা মিলছিল না। বার্সেলোনা পুরো ম্যাচে খুব একটা গোলের সুযোগও তৈরি করতে পারেনি। ম্যাচের শেষ মিনিটে বেনজামিন পাভার্ডের গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও জেকোর গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ইন্টার। শেষ মুহূর্তে রোমেলু লুকাকুর গোলে ৪-০ ব্যাবধানে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার।