শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

বার্সাকে হারালো রিয়াল মাদ্রিদ নারী দল

স্পোর্টস ডেস্ক
আপডেট : মার্চ ২৪, ২০২৫
বার্সাকে হারালো রিয়াল মাদ্রিদ নারী দল

স্পেনের নারী ফুটবলে এক নতুন ইতিহাস রচিত হলো। মেয়েদের এল ক্লাসিকোতে প্রথমবারের মতো বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার গুরুত্বপূর্ণ এই ম্যাচে অলিম্পিক স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পেয়েছে রিয়াল।

এই পরাজয় বার্সেলোনার জন্য অবিশ্বাস্যই বটে। কারণ, এর আগে নারী এল ক্লাসিকোতে ১৮ বার মুখোমুখি হয়ে ১৮ বারই জিতেছিল বার্সা। ১৯তম ম্যাচে এসে সেই জয়রথ থামিয়ে দিল রিয়াল। ম্যাচ শেষে বার্সার তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস বলেন, “লেভান্তের কাছে হারের দিন যেমন লেগেছিল, আজও তেমনই লাগছে। তবে এটাই ফুটবল।”

নারী ফুটবলে বার্সেলোনার রয়েছে সমৃদ্ধ ইতিহাস। ১৯৭০ সালে দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইউরোপসেরা হয়েছে তিনবার, লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে রেকর্ড ৯ বার। অন্যদিকে, ২০১৪ সালে প্রতিষ্ঠিত সিডি তাকোনকে অধিগ্রহণের মাধ্যমে ২০২০ সালে রিয়াল মাদ্রিদ নারী দল হিসেবে আত্মপ্রকাশ করে। এখনও কোনো বড় শিরোপা জেতা হয়নি তাদের।

প্রথমার্ধের শেষ মুহূর্তে রিয়ালের আলবা রেদোনদো গোল করে দলকে এগিয়ে দেন। ৬৭ মিনিটে বার্সার ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন সমতা ফেরান। তবে এরপরই রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

৮৭ মিনিটে স্কটিশ ফরোয়ার্ড ক্যারোলিন উইয়ার গোল করে আবার এগিয়ে দেন রিয়ালকে। যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই হারের পরও বার্সেলোনা ৪ পয়েন্ট ব্যবধানে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। তবে টানা ৪৬ ম্যাচ অপরাজিত থাকার পর গত ফেব্রুয়ারিতে লেভান্তের বিপক্ষে হার এবং এবার রিয়ালের কাছে হার—বার্সার মেয়েদের জন্য কঠিন সময়ই বটে।


এ বিভাগের অন্যান্য সংবাদ