মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অবশেষে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৭ সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ৮ নভেম্বর ঢাকায় বৃহত্তর র‍্যালির প্রস্তুতি নিচ্ছে বিএনপি ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৬ ‘৭২-এ নিজেদের লেখা সংবিধান আওয়ামী লীগই বেশি লঙ্ঘন করেছে’ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রস্তুতি, সঙ্গে যাচ্ছেন ১৬ জন খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সেন্ট মার্টিন নিয়ে নেতিবাচক প্রচার চলছে: পরিবেশ উপদেষ্টা বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা এসএসএফের অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে! নির্বাচনে হারলে কী করবেন ট্রাম্প? কানাডায় মন্দিরে হামলা, কী বললেন ট্রুডো? ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ১০ জনের মৃত্যু

বার্সাকে হারিয়ে আলমেরিয়ার চমক

রিপোর্টারের নাম :
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২৩
বার্সাকে হারিয়ে আলমেরিয়ার চমক

লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারলো বার্সেলোনা। মাদ্রিদ ডার্বি ড্র হওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ ছিল রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার। কিন্তু নিদারুণভাবে ব্যর্থ হয়েছে শাভি এর্নান্দেসের দল। ধারহীন এলোমেলো ফুটবল খেলে হেরে গেছে আলমেরিয়ার মাঠে।

লা লিগার ম্যাচে রোববার ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির বিপক্ষে আলমেরিয়ার প্রথম জয়ের নায়ক এল বিলাল তুরে। প্রথমার্ধে বুলেট গতির শটে গোলটি করেন তিনি।

প্রতিপক্ষের মাঠে বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে আলমেরিয়াকে চাপে রাখে বার্সেলোনা। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় পারছিল না তেমন সুযোগ তৈরি করতে।

অনেকটা খেলার ধারার বিপরীতেই ২৪তম মিনিটে এগিয়ে যায় আলমেরিয়া। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে বুলেট গতির শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন মালির ফরোয়ার্ড তুরে।

ধাক্কা সামাল দেওয়ার আগে দ্বিতীয় গোল হজম করতে বসেছিল বার্সেলোনা। ২৭তম মিনিটে লিও বাপতিস্তাওয়ের চেষ্টা ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি টের স্টেগেন।

৪১তম মিনিটে সমতা ফেরানোর একটা সুযোগ পেয়েছিলেন রবের্ত লেভানদোভস্কি। খুব কাছ থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি এই পোলিশ স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়া বদলি নামার পর বার্সেলোনার আক্রমণের ধার বাড়ে। প্রথম ১০ মিনিটেই দলটি করে ১৮টি ক্রস! তবে এর কোনোটিই কাজে লাগেনি।

৫৯তম মিনিটে গাভির বুলেট গতির শট এলির পায়ে লেগে দিক পাল্টে বার ঘেঁষে বেরিয়ে যায়। ৭২তম মিনিটে ফেররান তরেসের চমৎকার ক্রসে একটুর জন্য পা ছোঁয়াতে পারেননি রাফিনিয়া। দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় বল।

৮৬তম মিনিটে আরেকটি দারুণ ক্রস করেন তরেস। এবার স্রেফ মিলিমিটারের জন্য মাথা ছোঁয়াতে পারেননি রোনাল্দ আরাউহো। শেষ দিকে স্ট্রাইকার হিসেবে খেলা উরুগুয়ের এই ডিফেন্ডার যোগ করা সময়ে পান আরেকটি সুযোগ। এবারও দূরের পোস্টে একটুর জন্য পা ছোঁয়াতে পারেননি তিনি।

২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। এই জয়ের পর ২৫ পয়েন্ট নিয়ে আলমেরিয়া আছে ১৫ নম্বরে।


এ বিভাগের অন্যান্য সংবাদ