শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

বার্সেলোনার স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ৪, ২০২৪
বার্সেলোনার স্বস্তির জয়

শনিবার আলাভেসের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। দ্যুতি ছড়ালেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতোর রোকি। বদলি হিসাবে নেমে রোকি খেলতে পারলেন স্রেফ ১৩ মিনিট। এর মধ্যেই উল্লাস-হতাশার বিপরীতমুখি অনুভূতির স্বাদ পেয়ে গেলেন তিনি। গোল করে ব্যবধান বাড়ালেন তরুণ ফরোয়ার্ড, একটু পর তাকে মাঠ ছাড়তে হলো লাল কার্ড দেখে। তবে শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের দল।

ম্যাচের প্রথমার্ধেই গোল করে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেভানদোভস্কি। ইলকায় গুন্দোয়ান ব্যবধান দ্বিগুণ করেন, অন্যদিকে সামু ওমোরোদিওন আলাভেসের পক্ষে গোল করে ব্যবধান কমান।

তবে ব্রাজিলের নতুন স্টার ভিতর রোকি গোল করে ফের ব্যবধান বাড়ান। পরে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

ম্যাচের শুরুতে আলাভেস একাধিক সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে পারছিল না। অন্যদিকে ২২তম মিনিটে গুন্দোয়ানের থ্রু বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে চিপ শটে বল আলাভেসের জালে পাঠান লেভানদোভস্কি। চলতি মৌসুমে গোলখরায় ভোগা পোলিশ তারকা এই গোল থেকে নিশ্চয়ই আত্মবিশ্বাস ফিরে পাবেন।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করেন গুন্দোয়ান। তবে সেই গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান কমিয়ে ফেলে আলাভেস। ডানদিক থেকে সোলার ক্রসে জড়াল হেডে গোল আদায় করেন আলাভেসের নাইজেরিয়ার বংশোদ্ভূত ফরোয়ার্ড ওমোরোদিওন।

গুন্দোয়ানের বদলি হিসেবে নেমে ৬৩ মিনিটের হেডে গোল করে করে ব্যবধান ফের বাড়ান রোকি। তবে রোকির সেই আনন্দ বিষাদে রূপ নিতে সময় লাগেনি। রাফা মারিনকে ফাউল করে পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

এই জয়ে চলতি লিগে ২৩ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে বার্সেলোনা পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে। ২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে, ৫৫ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে আছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ