সোমবার, ১৬ জুন ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি ইরানের সর্বশেষ হামলায় নিহত ৫, আহত ৯২: ইসরাইল তেহরানে বিপ্লবী গার্ড কমান্ড কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯ ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ দুই বাংলার শিল্পীদের একসঙ্গে কাজ করার আহ্বান জয়ার

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

অনলাইন ডেস্ক
আপডেট : মে ১৬, ২০২৫
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

নিহতরা হলেন- ট্রাক ড্রাইভার ও মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর মোল্লাবাড়ি এলাকার জাহিদুল মোল্লার ছেলে শামীম মোল্লা (২৫), বাসযাত্রী ও খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা এলাকার নিরাপদ সরকারের ছেলে মানস সরকার (৪০) এবং বাসের হেলপার খুলনার ডুমুরিয়া ইউনিয়নের শরিফুল মোল্লার ছেলে রাব্বি মোল্লা (১৮)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ফুকরা এলাকায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার ও বাসের যাত্রী নিহত হয়। রাত ২টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসের হেলপারের মৃত্যু হয়। এদের মধ্যে আবেদনের প্রেক্ষিতে ট্রাক ড্রাইভার ও বাস হেলপারের লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত বাসযাত্রীর স্বজনরা না আসায় মরদেহের বিষয়ে এখনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক ফুকরা এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আশা ঢাকাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক ও বাসের এক যাত্রী। এ ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়। রাস্তার ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করলে রাত ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।


এ বিভাগের অন্যান্য সংবাদ