রাজধানীর উত্তরায় বিআরটি’র গার্ডার চাপায় পাঁচজন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় গার্ডারটি ক্রেনদিয়ে তোলা সেই চালাক এবং নির্মানকারী প্রতিষ্ঠানকে আসামি করা হয়েছে। মামলা নম্বর ৪২। ৩০৪ এবং ৩৩৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে নিহত ফাহিমা আক্তার ও ঝরণা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে মামলা করেছেন। মামলায় অবহেলাজনিতভাবে ক্রেন পরিচালনাকারী চালক, সিজিজিসি ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।