বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে : মির্জা আজম

গোপালগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:৪৮:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। মঙ্গলবার (৮ই অক্টোবর) দুুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগামী পহেলা ডিসেম্বর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সম্মেলন উপলক্ষ্যে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, বিএনপি একের পর এক মহাসমাবেশ করছে। তারা রাজ পথে নেমেছে সরকার পতনের আন্দোলনে। তবে তাদের রাজনীতিকভাবে করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সি মোহাম্মদ অতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সদস্য ও বৈশাখী টেলিভিশনের জিএম সরদার রইফুল আমিন রউফ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের একমাত্র ঠিকানা, আশা-ভরসার প্রতীক শেখ হাসিনা। তিনি এখন পর্যন্ত জেগে আছেন বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক।

এ ছাড়া জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আ.লীগ, পৌর আওয়ামী লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে : মির্জা আজম

আপডেট সময় : ১০:৪৮:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। মঙ্গলবার (৮ই অক্টোবর) দুুপুরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগামী পহেলা ডিসেম্বর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সম্মেলন উপলক্ষ্যে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, বিএনপি একের পর এক মহাসমাবেশ করছে। তারা রাজ পথে নেমেছে সরকার পতনের আন্দোলনে। তবে তাদের রাজনীতিকভাবে করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সি মোহাম্মদ অতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সদস্য ও বৈশাখী টেলিভিশনের জিএম সরদার রইফুল আমিন রউফ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের একমাত্র ঠিকানা, আশা-ভরসার প্রতীক শেখ হাসিনা। তিনি এখন পর্যন্ত জেগে আছেন বলেই বাংলাদেশ অসাম্প্রদায়িক।

এ ছাড়া জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আ.লীগ, পৌর আওয়ামী লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।