বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশঙ্কাজনকহারে নিম্নমুখী আসাদ বিরোধীদের হঠাৎ উত্থানে সংকটে সিরিয়া ইউক্রেনকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

বিএনপির নির্যাতিত নেতাকর্মীর তালিকা চান ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মার্চ ২৯, ২০২৪
বিএনপির নির্যাতিত নেতাকর্মীর তালিকা চান ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের নির্যাতিত নেতাকর্মীর তালিকা চেয়েছেন। এ সরকারের আমলে তাদের ৮০ ভাগ নেতাকর্মী নাকি নিগৃহীত হয়েছে। আমি তাকে বলব, এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। দলটির পক্ষ থেকে সম্প্রতি এমন অভিযোগ ওঠার প্রেক্ষিতে এ চ্যালেঞ্জ জানান ওবায়দুল কাদের।

শুক্রবার (২৯ মার্চ) সকালে ২৩ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এভিনিয়্যুতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কথা বলছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ৮০ ভাগ নেতাকর্মীরা কারা? আমির খসরু, মির্জা ফখরুল একে একে জেল থেকে বের হয়ে গেছেন। তাহলে নিগৃহীত কে হচ্ছে? তাদের তালিকা প্রকাশ্যে দিতে হবে।

নির্যাতিত নেতাকর্মীর তালিকা চেয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রতি মিথ্যাচার না করার অনুরোধ জানান। তিনি বলেন, নাহলে বিএনপির মিথ্যাচারের রাজনীতি কেউ গ্রহণ করবে না। ক্রমেই বিএনপি এবং তাদের রাজনীতি সংকুচিত হয়ে যাবে মিথ্যাচারের কারণে।

অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বড় বড় হোটেলে বিএনপি ইফতার পার্টির আয়োজন করে। কিন্তু আমরা করি না। আমাদের নেত্রী নির্দেশ ইফতার পার্টি নিজেরা না করে গরিব মানুষের মাঝে ইফতার পার্টির টাকা বিতরণ করার।’

কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব আমরা করি না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের হৃদয়ে বাংলাদেশ। আমাদের চেতনায় বাংলাদেশ। সেটাই আমরা মনে প্রাণে ধারণ করি। আজকে বিএনপির চারদিকে অন্ধকার।

বিএনপি কখনোই পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে নাই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির হৃদয়ে পাকিস্থান, চেতনায় পাকিস্তান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সারা বিশ্বে সংকট তার প্রতিক্রিয়া আমাদের দেশেও আছে। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব আছে বলেই বাংলাদেশের মানুষ ভালো আছে। তুলনামূলক অনেক দেশের মানুষের যে কষ্ট সে তুলনায় শেখ হাসিনার নেতৃত্বে অনেক ভালো আমরা আছি।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।


এ বিভাগের অন্যান্য সংবাদ