১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিএনপির যে কোনো নৈরাজ্য রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এ কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের এই অগ্রগতিকে থামিয়ে দিতে বিএনপি-জামাত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আবারো সাম্প্রদায়িক শক্তি দেশে মাথাচাড়া দেবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শেখ হাসিনাকে আরো কঠোর হবার পরামর্শও দেন তিনি। আগামীতে ১৪ দলকে আরো শক্তিশালী করে বিএনপি-জামাতের অপরাজনীতি মোকাবিলার প্রস্ততি নেয়ার আহবানও জানান দীলিপ বড়ুয়া।